বিনোদন ডেস্ক : একসময় সোশ্যাল মিডিয়াতে গান গেয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন লতাকন্ঠী রানু মন্ডল। তার পরিচয় পেয়ে রীতিমত অবাক হতে হয়েছিল নেটিজেনদের। রানাঘাট স্টেশনের ভিক্ষাজীবির এত সুন্দর কন্ঠ স্বর শুনে যতটা না মোহিত হয়েছিলেন নেটিজেনরা, তার থেকেও বেশি অবাক হয়েছিলেন।
সুদূর বলিউড থেকে এসেছিল গান গাওয়ার ডাক। এবার কাঁচালঙ্কা হাতে নিয়ে নতুন গান শুনিয়ে ফের চর্চায় এলেন রানু মন্ডল। রানু মন্ডলের কাঁচালঙ্কার এই গানটিও হু হু করে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।
সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি। যদিও শেষ পর্যন্ত আবার নিজের সেই ভাঙা বাড়ীতেই ফিরে আসতে হয়েছিল রানু মন্ডলকে। আপাতত ভিক্ষাবৃত্তি করেই তার জীবন কাটছে ফের। তবে ইউটিউবাররা এখনও তার বাড়িতে হানা দেন। তাকে নিয়ে ভিডিও বানান, গান গেয়ে শোনান। এই ভিডিওগুলির চাহিদাও সোশ্যাল মিডিয়াতে কিছু কম নেই। নেটিজেনরা এখনও লতাকন্ঠী রানু মন্ডলের গান শুনতে পছন্দ করেন। কাঁচালঙ্কার গানটিও বেশ মনে ধরেছে তাদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রানু মন্ডলের এই গান ভাইরাল হল। টলিউডের জনপ্রিয় এক ছবির গান ‘ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে’ গানটি গেয়ে শোনালেন তিনি। হাতে একটি কাঁচা লঙ্কা নিয়ে রানু মন্ডলের এই গান নেটিজেনদের নজর কেড়েছে। এই গানটি বহু পুরোনো তবে শ্রোতাদের মাঝে এখনও জনপ্রিয়। কাঁচালঙ্কা হাতে নিয়ে ‘ঝাল লেগেছে’ গান গাইছেন রানু মন্ডল! স্বাভাবিকভাবেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নিতেও সময় নেয়নি।
রানু মন্ডলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেই সেই নিয়ে ট্রোলিং শুরু হয়। লতাকন্ঠী এই গায়িকাকে নিয়ে মজা করেন নেটিজেনরা। যদিও তার গানের গলা মুগ্ধ করে শ্রোতাদের। তাই ট্রোলের পাশাপাশি প্রশংসাও পান রানু মন্ডল। তবে মাঝেমধ্যেই বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে তিনি চর্চার বিষয়বস্তু হয়ে ওঠেন। তার মানসিকতা স্থিতাবস্থা নিয়েও ওঠে প্রশ্ন।
এদিকে রানু মন্ডলের জীবনের উপর ভিত্তি করে বায়োপিক আসছে বলিউডে। ‘মিস রানু মারিয়া’ নামের এই ছবির শুটিং প্রায় সারা হয়ে গিয়েছে। ছবিতে গান গাওয়ার জন্য বাবুল সুপ্রিয়র দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। তবে পরে অবশ্য বাবুলের বদলে কুমার শানুকে দিয়ে গান গাওয়ানোর সিদ্ধান্ত হয়। রানু মন্ডলকে এবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। গায়িকাও এখন গানের রেকর্ডিং এবং শুটিং নিয়ে ব্যস্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।