আন্তর্জাতিক ডেস্ক : ছড়া কেটে বা সুরে সুরে গান গেয়ে জিনিসপত্র বেচতে তো প্রায়ই দেখা যায় বিক্রেতাদের। সেই গানও যে ভাইরাল হতে পারে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারে, তা প্রথম দেখালেন ভুবন বাদ্যকর। তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে। নিমেষে বীরভূমের গ্রামের বাদাম বিক্রেতা থেকে এখন খ্যাতির শিখরে ভুবন বাদ্যকর।
তাঁর দেখাদেখি এখন অনেকেই জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন। কাটছেন নতুন নতুন ছড়া। কেউ পেয়ারা তো কেউ আঙুর বেচার ফাঁকেই হচ্ছেন নতুন নতুন ভাইরাল সেনসেশন। সেই তালিকায় নয়া সংযোজন এই নিম্বু পানি বিক্রেতা।
গরম পড়তে না পড়তেই এখন রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে বসতে দেখা যাবে লেবুজল ওরফে নিম্বু পানি বা নিম্বু সোডা বিক্রেতাদের। ঠাঁঠাঁ রোদের মধ্যে ঠাণ্ডা ঠাণ্ডা এক গেলাস নিম্বু পানি অমৃতের সমানই বটে। বিক্রিবাটা ভাল হওয়ার জন্য, ক্রেতাদের নজর টানার জন্য অভিনব পদ্ধতিতে নিম্বু সোডা বিক্রি করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। আর তাঁর সেই কায়দা চমকেছে নেটিজেনদের।
ভাইরাল ভিডিওতে দেখা গেল গান গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ব্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিক্রেতার লেবুজলে বিক্রির অভিনব কায়দা। গরম পড়তে না পড়তেই যে হারে চড়ছে লেবুর দাম তাতে বোধহয় এবার এই ভাইরাল গান শুনেই পিপাসা মেটাতে হবে নেট নাগরিকদের।
প্রসঙ্গত, কাঁচা বাদামের পর এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা ও কালো আঙুর বিক্রি করতে করতে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন দেশের অন্য প্রান্তের আরও এক ব্যক্তি। ফল বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। এই পেয়ারা আঙুর বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি। তবে মাত দিতে পারেনি ভুবনের জনপ্রিয়তাকে। এবার কি শেষমেশ বাদামের সুর ভুলে নিম্বু পানিতেই মজবেন নেটিজেনরা? বলবে সময় আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।