বিনোদন ডেস্ক: একের পর এক সম্মান পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের স্রষ্টা ভারতের বাদাম কাকু (Badam Kaku) ওরফে ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ভারতের কলকাতার নামীদামী হোটেল থেকে শুরু করে জনপ্রিয় তারকাদের অনুষ্ঠানের আসরে নেচে গেয়ে ট্রেন্ডে থাকছেন বাদাম কাকু। ভাইরাল হওয়ার পর থেকে দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। তবে সোশ্যাল মিডিয়াতে এখনও ভাইরালের ট্রেন্ড ধরে রেখেছে ‘কাঁচা বাদাম’ গান। এত দীর্ঘ সময় ধরে এর আগে কোনও গান এত জনপ্রিয়তা পায়নি।
প্রতিদিন রেকর্ড গড়ছে ‘কাঁচা বাদাম’। গানের দৌলতে গায়কের জনপ্রিয়তাও এখন আকাশছোঁয়া। সম্মান, খ্যাতি, ভালোবাসা সবই পাচ্ছেন ভুবন বাদ্যকর। নামিদামি মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি করছেন মোটা টাকার বিনিময়ে। হিন্দি, বাংলা, হরিয়ানভি এবং আরও অন্যান্য ভাষায় গানের রেকর্ডিং করছেন। ‘কাঁচা বাদাম’ ছাড়াও শ্রোতাদের চাহিদায় নিত্য নতুন গানও বাঁধছেন তিনি।
ভুবন বাদ্যকর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো ‘সেলিব্রিটি’। এখন আর বাদাম বেচে দিন আনা দিন খাওয়া পরিস্থিতি নেই তার। সম্প্রতি তার সাফল্যের মুকুটে যোগ হল নতুন পালক। তিনি পেতে চলেছেন IPRS এর সদস্যপদ। এই সদস্যপদ পেলে সারা জীবনভর বেশ কিছু সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি। তিনি যাতে এই সদস্য পদ পান তার জন্য গোধূলিবেলা মিউজিক সংস্থার তরফ থেকে প্রচেষ্টা নেওয়া হয়েছে।
সম্প্রতি গোধূলি বেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষের তরফ থেকে এই সুখবর জানানো হয়েছে। তিনি জানিয়েছেন বাদাম কাকু যাতে IPRS এর সদস্যপদ পান তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সদস্যপদ পেলে ভুবন বাদ্যকর লাইফটাইম রয়েলিটি পাবেন তার গানের জন্য। এই সদস্যপদ পেলে বাদাম কাকুকে এবার থেকে আর কেউ তার প্রাপ্য সম্মান পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না।
IPRS এর অর্থ হল ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি। বাদাম কাকু IPRS এর সদস্য হয়ে গেলে পর আর কোনও রেস্তোরা, শপিংমল, ডিস্কো কিংবা পাড়ার প্যান্ডেলও এবার থেকে আর লাইসেন্স ফি ছাড়া বাদাম কাকুর গান ব্যবহার করতে পারবে না। জীবনভর এই সুবিধা পাবেন ভুবন বাদ্যকর।
ঢাকা মাতাচ্ছেন সানি লিওন, হুশিয়ারি দিয়ে যা বলল ইসলামী ঐক্যজোট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।