বিনোদন ডেস্ক : ‘কাঁচআআআআআ বাদাম’, ভুবন বাদ্যকর গানটি বাদাম বিক্রি করার সময় গাইতেন আর সেই গান হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে। এরপর ঠিক কি কি ঘটেছে তা প্রত্যেকেরই জানা। রাতারাতি একজন বাদাম বিক্রেতা থেকে সেলিব্রেটিতে পরিণত হন ভুবন বাদ্যকর। তার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তিনি পরিচিতি লাভ করেন বাদাম কাকু হিসাবে।
তবে সেলিব্রেটির সেই দিনকাল এখন আর বাদাম কাকুর নেই। কাঁচা বাদাম গানটি শুনতে শুনতে মানুষের কান পচে গিয়েছে আর এসবের কারণেই একপ্রকার হারাতে বসেছেন ভুবন বাদ্যকর। এ নিয়ে হামেশাই তাকে আফসোস করতেও দেখা যায়। তবে আফসোস করলেও উপায় নেই। কারণ সময় সবার একই রকম চলে না।
সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যাওয়ার পর ভুবন বাদ্যকর এখন খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন এমনও নয়। নিজের রোজগার বলতে সেই রকম এখন আর কিছু নেই, বর্তমানে তার সংসার চলছে ছেলের রোজগার থেকে। এই সময়ই ভুবন বাদ্যকরকে কাঁচা বাদাম ভুলে মানবতার গান গাইতে দেখা গেল।
তিনি নিজের বাড়িতে বসে এই গানটি গেয়েছেন। যদিও এই গানটি তার নিজস্ব গান নয়। তিনি এবার গেয়েছেন লোকসঙ্গীত পরীক্ষিত বালার ‘আমি গুরু না ভজিলাম’ গানটি। এই গানের কিছু লাইন এদিক ওদিক করে তাকে গাইতে দেখা গিয়েছে। সেই গানটি গাওয়ার পাশাপাশি তিনি তা নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন এবং সেখানে লিখেছেন ‘অনেকদিন পর গান গাইলাম’।
ভুবন বাদ্যকর একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও এখন কিন্তু তার সেই জনপ্রিয়তা আর নেই। এখন তিনি এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন। এর পাশাপাশি তার কাঁচা বাদাম গানের কপিরাইট অন্যজনের হাতে চলে যাওয়ার ফলে তার পরিস্থিতি এখন আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।