বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আগামী ২৪ জুন কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ঝরা পালক’। এ সিনেমার মাধ্যমে কবি জীবনানন্দ দাশের জীবনের অজানা গল্পকে পর্দায় তুলে ধরছেন নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। আপাতত সিনেমাটির প্রচারে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।
গত বুধবার (১৫ জুন) ওপার বাংলার একটি এফএম রেডিও স্টেশনে হাজির হয়েছিলেন জয়া আহসান। সেখানে আরজে সৃজনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আড্ডার মাঝেই অভিনেত্রীর প্রিয় চারটি জিনিসের বিষয়ে জানতে চান সঞ্চালক।
জবাবে জয়া জানান, ‘খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি, আমার তিনটি ভাইবোন আছে (চার পেয়ে পোষ্য) এবং আমার মা।’ এ সময় সৃজন চারটি প্রিয় খাবারের তালিকা জানতে চান।
জয়া উত্তর দেন, ‘মিষ্টি, ঝাল, তেতো। করলা খেতে ভালোবাসি। ছোটবেলায় নাকি আমি কাঁচা করলা কচকচিয়ে চিবিয়ে খেতাম। মুড়ি খেতে ভালোবাসি। আসলে আমার সব খাবারই পছন্দের।’
এরপর সৃজন জানতে চান, ক্রিকেট কেমন লাগে? অভিনেত্রী জানান, ‘ক্রিকেট তো অনেক জনপ্রিয়, কিন্তু আমার ফুটবল বেশি ভালো লাগে।’ সেই আড্ডায় তিনি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়েও কথা বলেছেন।
‘ঝরা পালক’ সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। তার স্ত্রীর ভূমিকায় পর্দায় হাজির হবেন জয়া আহসান। এ ছাড়াও জীবনানন্দ দাশের কম বয়সী চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, সজনীকান্ত দাসের ভূমিকায় থাকছেন দেবশঙ্কর হালদার এবং কৌশিক সেন অভিনয় করেছেন বুদ্ধদেব বসুর ভূমিকায়।
প্রসঙ্গত, জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এ জন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার ভক্ত-অনুরাগীরা। সোনালি ছায়ার আভায় জ্বলজ্বল করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।