লাইফস্টাইল ডেস্ক : বাকি আম বাগানে থাকা অবস্থায় স্প্রে করা চলছিল। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া হাইস্কুলের পাশে একটি আমবাগানে এসব কাঁচা আম জব্দ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন পুলিশসহ উপস্থিত হয়ে স্প্রে করা সমুদয় আম জব্দ করে সাতক্ষীরা পৌরসভার আবর্জনার ডাম্পিংয়ে ফেলে দেন।
এ ব্যাপারে জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর লুৎফর রহমান নামের এক আম ব্যাপারীকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরায় সবার আগে আম পেকে যায়। ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে আম পেকে উঠলেই তা পাড়ার নিয়ম রয়েছে। অথচ একটি অসাধু মহল বাড়তি মুনাফার আশায় প্রায় ৩ সপ্তাহ আগে কাঁচা আম স্প্রের মাধ্যমে রং করে তা বিক্রির চেষ্টা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।