জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহে কাঁচা মরিচের আশানুরূপ দাম না পেয়ে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। তিন সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচ বিক্রি হয় তিনশত টাকায়। কিন্তু সেই মরিচের দাম এখন ঠেকেছে ২৫ টাকায়। কৃষকদের ভাষ্য মতে, প্রতি কেজি মরিচ জমি থেকে উঠাতে খরচ হচ্ছে ১০ টাকা আর বাজারে পাইকারি বিক্রি হচ্ছে রকম ভেদে ২৫ টাকা করে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা দামে।
সদর উপজেলার চন্ডিপুরের মরিচ চাষি মিজানুর রহমান বলেন, চাষের জন্য সার চাহিদা মত পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও দাম বেশি। কীটনাশকের দামও বেড়েছে কয়েক গুণ। সবমিলিয়ে এ দামে তাদের লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিন ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর, গান্না, কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর বাজারে দেখা যায়, প্রতি কেজি মরিচ পাইকারি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, তারা প্রতিদিন চাহিদা অনুযায়ী মরিচ কিনে থাকেন। কিন্তু বাজারে চাহিদার তুলনায় বেশি পরিমাণ মরিচ আসছে। তাই দাম কম-বেশি হচ্ছে।
কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর বাজারে মরিচ বিক্রি করতে আসা সোনা মল্লিক বলেন, তিনি দুই বিঘা জমিতে নাবি মরিচ চাষ করেছেন। ফলনও পেয়েছেন ভালো। কিন্তু মাঠ থেকে মরিচ তুলতে প্রতি কেজি শ্রমিক খরচ পড়ছে ১০ টাকা। আর বাজারে আনতে পরিবহন ও খাজনাসহ নানান খরচের পর যে টাকা পাই তাতে খরচের টাকাই উঠছে না।
দেখা মিলল আরেক উরফি জাভেদের, পেপার দিয়ে পোশাক বানিয়ে ঝড় তুললেন যুবতী
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আজগর আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বর্তমান নতুন গাছে মরিচ আসছে। উৎপাদন ভালো হচ্ছে, যে কারণে দাম কিছুটা কম।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.