জুমবাংলা ডেস্ক : কাঁচামাল আমদানি কমে যাওয়ার কারণে চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ে রাজস্ব আয় কমে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ অবস্থা থেকে উত্তরণে ভ্যাট ফাঁকি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বুধবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন প্রস্তুতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্য ও খাতভেদে ক্ষেত্র বিশেষে ৩০ শতাংশ পর্যন্ত আমদানি কমেছে, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। যদিও নভেম্বর পর্যন্ত ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। ভ্যাটের প্রবৃদ্ধি ধরে রাখতে ফাঁকি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন ইএফডি মেশিন স্থাপনের পর গড়ে ৫০ হাজার টাকা করে ভ্যাট আদায় হচ্ছে প্রত্যেক দোকান থেকে, যা আগে ছিল ৪-৫ হাজার টাকা। ইএফডির মাধ্যমে ভ্যাট আদায়ে স্বচ্ছতা এসেছে।
তিনি আরও বলেন, খুচরা পর্যায়ে ভ্যাট আদায়ে ইএফডি মেশিন কার্যকর- এটা প্রমাণিত হয়েছে। এজন্য খুচরা পর্যায়ে দ্রুত ইএফডি মেশিন বসানো হবে। এ বছর ৬০ হাজার ইএফডি মেশিন বসানোর লক্ষ্য রয়েছে। এ নিয়ে এনবিআর কাজ করছে। জেলা-উপজেলা পর্যায়ে ইএফডি মেশিন বসানো হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতনতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করবে এনবিআর। এবারের ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে- ‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব।’ ভ্যাট দিবসে রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি (উৎপাদন, সেবা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে ৩টি করে) প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।