ভরা মঞ্চে স্বপ্না চৌধুরীকে টেক্কা দিলেন ডলি শর্মা, তুমুল ভাইরাল ভিডিও

ডলি শর্মা

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে।

ডলি শর্মা

এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়।

এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। লক্ষাধিক মানুষ সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীকে ফলো করে থাকেন।

कच्चे काट ले _Kache Kat Le I Shooter I Doli Sharma I New Haryanvi Stage Dance 2023 I Tashan Haryanvi

মোটামুটি হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে রাজ করছেন স্বপ্না চৌধুরী থেকে শুরু করে গোরি নাগোরি প্রমুখরা। তবে এই ইন্ড্রাস্ট্রিতে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছেন ডলি শর্মা।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে ডলি শর্মার একটি স্টেজ শো ভিডিও। তাতে সাদা রংয়ের আঁটোসাঁটো সালোয়ার পরে লাস্যময়ী কায়দায় হাজার হাজার জনতার সামনে নাচ করেছেন ডলি শর্মা।

নেট দুনিয়াতে ঝড় তুলেছে শরীর গরম করে দেবার মত এই ওয়েব সিরিজগুলো

সে ‘কাচ্চে কাট লে’ গানে তুমুল নাচ করেছেন। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে, এখানেই দেখে নিন।