কাঁধে সংসারের দায়িত্ব, ট্রেনের মধ্যে গান গেয়ে ইনকাম করেছে বালক

বালক

জুমবাংলা ডেস্ক :কথায় আছে সঙ্গীত কেবলমাত্র সাধনা দ্বারাই উপলব্ধি হয়। এই সঙ্গীতের মাধ্যমেই নাকি তানসেন আগুন জ্বেলেছিলেন মোগল দরবারে। আবার এই সঙ্গীতের মাধ্যমেই বহু কঠিন লড়াই জয় করেছে বহু মানুষ।

বালক

এমনকি একসময় নাকি সম্রাট আকবর বলতেন যেই ব্যক্তি গান ভালবাসেনা সে কখনো প্রকৃত মানুষ হতে পারেনা। আবার এই সঙ্গীতের মাধ্যমেই বহু মানুষ নিজেদের রুজিরুটির ব্যবস্থা করছে নিত্যদিন।

আমরা সোশ্যাল মিডিয়ায় অথবা ট্রেনে-বাসে এমন বহু মানুষ দেখতে পাই যারা দুর্দান্ত সুরে গান গেয়ে রোজগার করেন। তাঁদের মধ্যে প্রতিভা থাকলেও গান গাওয়ার জন্য উপযুক্ত সুযোগ ও মঞ্চের অভাবে বঞ্চিত থেকে যান সারাজীবন। তাই কেবলমাত্র ট্রেনে-বাসে গান গেয়ে গেয়ে রোজগার করেন তারা। ঠিক সেরকমই একটি প্রতিভা ধরা পড়লো এবার সোশ্যাল মিডিয়ার পর্দায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চার গানের প্রতিভা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ‘Niraj Kumar’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে খালি গলায় হাতে একটি ছোট্ট বাদ্যযন্ত্র নিয়ে দুর্দান্ত সুরে গেয়ে চলেছে বাচ্চা ছেলেটি।

ওই বাদ্যযন্ত্র বাজিয়ে ট্রেনের সমস্ত যাত্রীদের গান শোনাচ্ছে সে। ছেলেটিকে দেখলেই বোঝা যাচ্ছে যে তাঁর বয়স খুবই কম। নেহাতই পেটের দায়ে তাকে বাধ্য হয়ে ট্রেনে ঘুরে ঘুরে গান গেয়ে রোজগার করতে হচ্ছে।

The beggar singing a song with stone

তাঁর গানের প্রতিভা দেখে ট্রেনের যাত্রীদের পাশাপাশি মুক্ত হয়েছে গোটা সাইবারবাসী। ছেলেটির গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। তাঁর বয়সী অন্যান্য ছেলেমেয়েদের যেখানে স্কুলে এবং খেলার মাঠে দেখা যায় সেখানে সে বেঁচে থাকার তাগিদে এই পথ বেছে নিয়েছে।

ফিরে এসেই বাজিমাত করলেন বলিউড অভিনেতা ফারদিন খান

ট্রেনে উপস্থিত কোনো এক যাত্রীই সম্ভবত তাঁর এই প্রতিভা রেকর্ড করে সকলের মাঝে তুলে ধরেছে। তাঁর গলায় শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় গান ‘মহাব্বাত বারসা দেনা তু সাবান আয়াহে’ টি গাইতে। তাঁর গলায় গানটি শুনলে যে কেউই মুগ্ধ হতে বাধ্য।