বিনোদন ডেস্ক : সুখবর দিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। হাতে ক্ল্যাপস্টিক নিয়ে নেটমাধ্যমে ছবি পোস্ট করে দিলেন নতুন ছবির ঘোষণা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কারিশমা লিখেছেন, ‘নতুন শুরু ‘ব্রাউন’। অর্থাৎ, নায়িকার নতুন ছবির নাম ‘ব্রাউন’।
এই সিরিজের পরিচালনায় আছেন দেলি বেলি-এর পরিচালক দেও। অভীক বড়ুয়ার লেখা বই ‘সিটি অফ ডেথ’-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা ‘ব্রাউন’।
দিদির নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর। কারিশমার পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘দিদি তুমি সেরা।’ দীর্ঘ দিন পর কারিশমাকে পর্দায় কামব্যাক করতে দেখে শুভেচ্ছা জানিয়েছেন অমৃতা আরোরা, সাবা আলি খান, সঞ্জয় কাপুরসহ অনেকেই।
‘ব্রাউন’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কারিশমা। গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
লম্বা একটা সময় অভিনয় থেকে দূরে রয়েছেন কারিশমা। অভিনেত্রীকে শেষবার দেখা যায় ২০২০ সালে ওয়েব সিরিজ ‘মেন্টালহুড’-এ। এটি ছিল তার ওয়েব দুনিয়ায় অভিষেক ছবি।
গত বছর টেলিভিশনের বেশ কিছু শোয়ে অতিথি এবং অতিথি বিচারক হিসেবে দেখা যায় ‘রাজা হিন্দুস্থানি’ ছবির নায়িকা কারিশমাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।