কাজের চাপে দম ফেলার সময় নেই রাশমিকার

রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা এখন আর শুধু দক্ষিণেই সীমাবদ্ধ নেই, জয় করে নিয়েছেন সর্বভারতীয় দর্শকের হৃদয়। তাকে ভারতের জাতীয় ক্রাশও বলা হয়। এরমধ্যে ‘পুষ্পা’ সিনেমার মুক্তির পর নিজের জায়গা বেশ ভালোভাবেই পোক্ত করে ফেলেছেন এ সুন্দরী। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে এবার বলিপাড়ায় পা রাখছেন। পরিচালক বিকাশ বহেলের ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হচ্ছে তার।

রাশমিকা

এই ছবিতে রাশমিকার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ঝলমলে অবতারে দেখা গেল তাকে। পরনে লেহেঙ্গা, খোলা চুল— একেবারে ভারতীয় নারীর সাজে নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।

আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গুডবাই’। তবে শুধু এই ছবিই নয়, আগামী দিনে বেশ কয়েকটি হিন্দি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রাশমিকাকে। তা ছাড়া সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে ‘মিশন মজনু’র মতো ছবিও হাতে রয়েছে তার।

আইফোন বাজারে বড় ধাক্কা, যে দেশে বিক্রি নিষিদ্ধ

হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ফিল্ম দুনিয়াতেও তার হাতে রয়েছে একাধিক ছবি। তাই দম ফেলার সময় নেই নায়িকার। ‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে। ছবিতে তার ‘শ্রীভাল্লি’ অবতার নজর কেড়েছে দর্শকদের। ছবিতে ‘সামি সামি’ গানে রশ্মিকার নাচ জনপ্রিয়তা পেয়েছে। এই উন্মাদনার মধ্যে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও দেখা যাবে নায়িকাকে।