কাজের জন্য ক্ষুধার্ত রাকুল

রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক : বছরের দশম মাস চলছে। এরই মধ্যে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ দিয়ে বছর শুরু করেছিলেন, এরপর একে একে দেখা দিয়েছেন ‘রানওয়ে ৩৪’, ‘কাটপুতলি’ ও ‘ডক্টর জি’ সিনেমায়। তালিকায় সর্বশেষ সংযোজন ‘থ্যাংক গড’, যেটা মুক্তি পেয়েছে ২৫ অক্টোবর।

রাকুল প্রীত সিং

এতক্ষণে হয়ত তার নামটি বুঝে ফেলেছেন অনেকে। কারণ উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে কমনম্যান হিসেবে আছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সুদর্শনা এ অভিনেত্রী মনে করেন, অভিনয়শিল্পীদের জীবনে কোনও নির্দিষ্ট সীমানা নেই। তাদের এগিয়ে যাওয়ার পথটা অন্তহীন।

একের পর এক কাজে ডুবে থাকার বিষয়ে রাকুলের ভাষ্য, “আমি কাজের জন্য ক্ষুধার্ত; আমি ওয়ার্কহোলিক। এ বছর পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবং ভাবছি এরপর কী করবো? আমি সবসময় ‘এরপর কী?’ মুডে থাকি।”

২০২৩ সালের জন্যও একাধিক প্রজেক্টে যুক্ত হয়েছেন রাকুল প্রীত। এর মধ্যে দুটি হলো ‘ছাত্রিওয়ালি’ ও ‘ইন্ডিয়ান ২’। কাজের বৈচিত্র্য নিয়ে এই সুহাসিনী বলেন, ‘আমাদের পেশাটা দারুণ। আমরা বিভিন্ন ধরনের সিনেমা করতে পারি। বৈচিত্র্যপূর্ণ হতে পারি। আমি এই সুযোগটা পেয়ে যেতে চাই।’

কমমূল্যে বাজারে এলো রয়েল এনফিল্ড হান্টার ৩৫০

উল্লেখ্য, ‘থ্যাং গড’ সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্র কুমার। এতে রাকুল প্রীত স্ক্রিন শেয়ার করেছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। মুক্তির প্রথম দিন সিনেমাটি ৮ দশমিক ১০ কোটি রুপি আয় করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া