আন্তর্জাতিক ডেস্ক : দশ তলা ভবন থেকে পড়ে সাইপ্রাসে মো. আলী সোহাগ (২৮) নামে সোনাগাজীর এক যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টায় নর্থসাইপ্রাসের গাজীভেরেন এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
দুই ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত নয় মাস পূর্বে নিজের ভাগ্য বদল করতে সোহাগ সাইপ্রাসে পাড়ি দেন। ১০ মাস আগে বিয়ে করে প্রবাসে পাড়ি জমালেও তার কোনো সন্তান হয়নি। সাইপ্রাসে তিনি স্থানীয় ইউরোকোস্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। ১০ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান তিনি।
স্বামীকে ‘বাবা’ বলে ডাকতে হবে, সিরিয়াল থেকে বাদ পড়লেন মেয়ের বয়সী বউ দোলন
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সাইপ্রাসের লেফকোসা সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাইপ্রাসে বাংলাদেশ কমিউনিটির সাধারণ সস্পাদক মো. ইমাম উদ্দিন ও নিহতের নিকটাত্মীয় সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।