বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, একটি সংঘবদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। তারা সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে, নারীদের বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, গত দেড় দশক ধরে যারা ভোট লুটপাট করেছে, এদের সঙ্গে তাদের পার্থক্য কী? বাস্তবে কোনো পার্থক্য নেই—দু’পক্ষই একই চক্রের অংশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, একজন ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে, আরেকজন সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় বসেছে। এই অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়ে নিজের ভোটাধিকার রক্ষা করবেন।
তিনি আরও বলেন, ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে দেশ গঠনের কাজ শুরু করা সম্ভব হবে। “কাজ করবো, দেশ গড়বো—সবার আগে বাংলাদেশ”—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।
কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এই সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।
জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


