বিনোদন ডেস্ক : নিজের নতুন সিনেমা দিয়ে এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। এবার ‘কোড নেম তিরাঙ্গা’ সিনেমাটি ভারতের সকল অজ্ঞাত রক্ষকদের শ্রদ্ধায় উৎসর্গ করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।
পরিনীতি বলেন, ‘কোড নাম তিরাঙ্গা ভারতের সমস্ত অজ্ঞাত রক্ষকদের জন্য উত্সর্গ করছি। আমাদের সাহসী সৈন্য, এজেন্ট এবং প্রতিটি একক ব্যক্তি, যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য সর্বস্ব উত্সর্গ করেছেন! আমি সারাজীবন এই মানুষগুলোর কর্মে মুগ্ধ হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার কাজ দিয়ে জাতির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সত্যি অনেক গর্বিত ও সম্মানিতবোধ করছি। এই যোদ্ধারা সাহস এবং বীরত্ব দিয়ে আমাদের দেশকে অসংখ্যবার বাঁচিয়েছেন। তাদের জীবন আমাদের আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেছে এবং আমরা সকলেই তাদের কাছে ঋণী।’
রিভু দাশগুপ্ত পরিচালিত, ‘কোড নেম তিরাঙ্গা’ সিনেমায় এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন পরিনীতি। চরিত্রটি রূপায়ণের জন্য শুরু থেকেই দারুণ পরিশ্রম করতে দেখা গেছে তাকে।
এ প্রসঙ্গে পরিনীতি বলেন, ‘একজন এজেন্টের প্রধান অ্যাকশন কৌশলগুলোর মধ্যে একটি হল হাতে হাতে লড়াই। তাই আমি আমার অ্যাকশন সিকোয়েন্সগুলো সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রায় ৩ মাস ক্রাভ মাগা মার্শাল আর্টের একটি কোর্স করেছি। মার্শাল আর্ট শারীরিক ও মানসিকভাবে একজন মানুষকে শক্তিশালী করে। এটি শুধু নড়াচড়া নয়, একজন এজেন্টকে মিশনে ঠিক কী করতে হবে সেই বিষয়ে মানসিকভাবে প্রস্তুতও করে। তবে একজন মেয়ে হয়ে কাজটি করা আমার জন্য সহজ ছিল না।
তাছাড়া সিনেমাটিতে আমার বেশিরভাগ অ্যাকশনগুলো পুরুষদের বিরুদ্ধে ছিল। যারা আমার চেয়ে অনেক লম্বা ছিল। এমনকি কিছু দৃশ্যে তাদের পুরো শরীরের ওজন কন্টোল করতে হয়েছে আমাকে। তবে চেষ্টা করেছি নিজের কাজটি সততার সঙ্গে করার। আমার বিশ্বাস দর্শকদের সিনেমাটি নিয়ে যে আগ্রহ রয়েছে তার ধারাবাহিকতা প্রেক্ষাগৃহে দেখতে পাবো।’
`আদিপুরুষ` সিনেমায় রাবণকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের অভিযোগ
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শরদ কেলকার, রজিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, শিশির শর্মা, সব্যসাচী চক্রবর্তী এবং দেশ মারিওয়ালাসহ অনেকে। আসছে ১৪ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।