বিনোদন ডেস্ক : বলিউডের সফল দুই অভিনেতা আমির খান ও কাজল। ব্যবসায়িক সফলতার সঙ্গে অভিনয়গুণ খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে তাদের। তবে ২০০০ সালে একটি সিনেমায় আমিরের বিপরীতে কাজ করতে চাননি কাজল। কেন কাজ করতে চাননি, প্রায় দুই যুগ পর ওই সিনেমার নির্মাতা বলিউড ধর্মেশ দর্শন তার ব্যাখ্যা দিয়েছেন।
ধর্মেশের পরিচালনায় ‘মেলা’ সিনেমায় কাজলকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় টুইঙ্কেল খান্নাকে কাস্ট করা হয়। কিন্তু কেন কাজল কাজটি করেননি তা নিয়ে এবার নির্মাতা কথা বলেছেন।
ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বরাতে হিন্দুস্তান টাইমস তাঁর বক্তব্য তুলে ধরেছে। ধর্মেশ বলেন, আমির খানের একাধিকবার ‘টেক’ নেওয়ার বদনাম ছিল। সেই কারণে মেলায় তাঁর সঙ্গে কাজ করতে চাননি বলিউড অভিনেত্রী কাজল।
ধর্মেশ আরও বলেন, ‘আসলে তিনি তখন আমিরের সঙ্গে কাজ করবেন কিনা ঠিক করতে পারছিলেন না। যদিও বহু পরে গিয়ে তিনি আমিরের সঙ্গে অভিনয় করেন। আসলে কাজল ওয়ান-টেক অভিনেতা এবং স্বতঃস্ফূর্তভাবেই অভিনয় করতেন। এদিকে আমির একাধিক টেক নেন।’
উল্লেখ্য, এরপর ২০০৬ সালে জুটি বেঁধে আমিরের সঙ্গে কাজ করেছেন কাজল। তাঁদের অভিনীত ‘ফানা’ সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এর ১৬ বছর পর গতবছর ‘সালাম ভেঙ্কি’তে ফের একসঙ্গে পর্দায় দেখা গেছে তাঁদের। মুখ্য ভূমিকায় দেখা না গেলেও একটি ক্যামিও চরিত্রে সেখানে অভিনয় করেন আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।