কাজল রাঘবনির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

কাজল রাঘবনি

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

কাজল রাঘবনি

বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী।

সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই মিউজিক ভিডিওতে কাজল রাঘওয়ানির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারী লাল যাদব।

YouTube video player

মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা অবশ্যই খেসারি লাল যাদব কাজল রাঘওয়ানির এই মিউজিক ভিডিও অবশ্যই শুনেছেন। এই মিউজিক ভিডিও হল একটি কমেডি ভিডিও যেখানে খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানিকে চুপিসারে রোমান্স করতে দেখা যাবে। তাদের এই ভাইরাল মিউজিক ভিডিও জনপ্রিয় ভোজপুরি কমেডি সিনেমা, ‘ম্যায় সেহরা বাঁধ কে আউঙ্গা’ ছবির অংশ।

নকিয়া এক সময়ের জনপ্রিয় ফোন এবার নয়া অবতারে

ভাইরাল মিউজিক ভিডিওতে কাজল রাঘবনিকে কাপড় ধুতে দেখা যাচ্ছে, তখনই খেসারির বড় ভাই তার নজরে পড়েন। তখন কাজল তাকে জিজ্ঞেস করে কাপড় শুকানোর জন্য কোথায় রাখবে। তারপর খেসারি গোপনে কাজল রাঘবানীর হাত ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। এরপর কি হল …. জানতে ভিডিওটি আপনাকে অবশ্যই দেখে নিতে হবে।