মণ্ডপে অজয়কে দেখে এমন কেন করলেন কাজল

kajol ajoy

বিনোদন ডেস্ক : মহাষ্টমীর দিন সকাল সকালই মুখোপাধ্যায়দের পূজায় পৌঁছে যান বলিউড অভিনেত্রী কাজল। বেগুনি ও গোলাপি রঙের শাড়ি পরেছিলেন এ অভিনেত্রী। চুলে ফ্রেঞ্চ নট, পাশে গোঁজা বাহারি ফুল। পূজামণ্ডপে পৌঁছে প্রতিদিনের মতো নানা কাজের মধ্যে দেখা গেল কাজলকে। বেশ খানিকক্ষণ পর মণ্ডপে হাজির হন অভিনেতা অজয় দেবগন। সঙ্গে ছিল ছেলে যুগও। যদিও মেয়ে নিসা অনুপস্থিত ছিল। অভিনেত্রী স্বামীকে দেখামাত্রই পাঞ্জাবি ধরে টেনে বারবার চিমটি কাটতে শুরু করেন। এমন ভিডিওই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

kajol ajoy

উত্তর মুম্বাই সার্বজনীন দুর্গাপূজাই ‘মুখোপাধ্যায়দের পূজা’ হয়ে গেছে। এই পূজায় ষষ্ঠীর দিন ভিড় জমাতে শুরু করেন সাধারণ দর্শনার্থী থেকে তারকারা। সপ্তমীর দিন ছেলে যুগকে নিয়ে সারা দিন পূজামণ্ডপে ছিলেন অভিনেত্রী। বিভিন্ন মুডে দেখা গেছে তাকে। নিজেকে সামলাতে না পেরে বারকয়েক পড়েও গেছেন তিনি। কখনো আগত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছেন, আবার কখনো স্বামী অজয় পূজামণ্ডপে আসামাত্রই আলোকচিত্রীরা কাজল-অজয় ও যুগকে ক্যামেরাবন্দি করার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। সপরিবার পোজ দেন তারা। তবে অজয়ের পোজ সম্ভবত কাজলের পছন্দ হয়নি। বারকয়েক পাঞ্জাবিতে টান দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। তার পর চিমটি কাটতেই কাজলের কাঁধে হাত রাখেন অজয়। মনের মতো ছবি উঠতেই খুশি কাজল।

বাজাজের ফ্রিডম ১২৫ মোটরসাইকেল দেয় ১০২ কিমি মাইলেজ

বাবা-মায়ের সঙ্গে তাল মেলাতে দেখা গেল যুগকে। বাবার সঙ্গে বেরিয়ে যায় সে। বেরোনোর আগে মায়ের গালে তার আদরের চুম্বন মন জিতে নিয়েছে নেটিজেনদের। যুগের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার একাংশ।