কাজল রাঘওয়ানীর সাথে কেশরী লাল উদ্দাম রোমান্সে ঝড় উঠলো নেট দুনিয়ায়

কাজল রাগওয়ানী উদ্দাম রোমান্সে

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে।

কাজল রাগওয়ানী উদ্দাম রোমান্সে

এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘অ্যাইসে বারা না মার্চিসকে তিলি’র তালে কেশরী লাল যাদবের সাথে খোলা আকাশের নীচে ছবির দৃশ্যেই রোমান্টিক হয়ে নাচতে দেখা গিয়েছে এই ভোজপুরি অভিনেত্রীকে।

আর তাদের সেই গদগদ প্রেমের দৃশ্য ভোজপুরি দর্শকদের অধিকাংশই বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই গানের ভিডিওটিতে চোখ রাখলেই পর্দায় তাদের রোমান্সের ঝলক চোখে পড়বে।

आ गया खेसारी और काजल का नया गाना | Aise Baara Na Maachis Ke Tili #Khesari Lal Yadav #Kajal Raghwani

‘কেশরী মুভিজ অ্যান্ড মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে এই জনপ্রিয় অনস্ক্রিন তারকা জুটির এই হিট গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা ৬ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

প্রকাশ্যে সবার সামনে রচনাকে আদর করলেন প্রসেনজিৎ

উল্লেখ্য গানটি গেয়েছেন স্বয়ং ছবির অভিনেতা কেশরী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। সুর করেছিলেন ওম ঝাঁ। আপাতত কেশরী লাল যাদব ও কাজল রাগওয়ানীর মতো দুই জনপ্রিয় ভোজপুরি তারকা নিজেদের এই হিট গানের সূত্র ধরেই পুনরায় চর্চিত হয়েছেন তাদের ভক্তদের মাঝে।