ফুলশয্যার রাতে কাজলের সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া

কাজল ও নিরহুয়া

বিনোদন ডেস্ক : ফের ভাইরাল হল নিরাহুয়া-কাজল অভিনীত আরেকটি ভোজপুরি ভিডিও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই একেকটা ভোজপুরি গানের সেনসেশন। যে গানগুলিতে নায়ক-নায়িকা অসাধারণ শরীরী হিল্লোল দেখে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় দর্শকদের।

কাজল ও নিরহুয়া

যেমন, নায়িকাদের শরীরী উন্মাদনা তেমনি নায়কদের রোমান্টিক মুহূর্ত তৈরি করা, সব বৈশিষ্ট যুক্ত এই ভিডিওগুলি প্রকাশ্যে আসা মাত্রই একেবারে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়।

ভোজপুরি চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার নিরাহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব। তাঁর অভিনীত কোনো ছবি বা ভিডিও আসা মানেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, ভোজপুরি চলচ্চিত্র ‘আশিক আওয়ারা’ ছবির একটি গানে ফের শরীরী হিল্লোল তুললেন নিরাহুয়া। আর এই ভিডিওতে নিরাহুয়ার সঙ্গে জুটি বাঁধলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী।

Dinesh Lal Yadav & Kajal Raghwani - Best Romantic Scene....!!!!

এহেন রোমান্টিক গানে তাঁদের রোমান্সে দেখে তাজ্জব হয়ে গিয়েছেন দর্শক। গানটির নাম ‘নাথুনিয়া তার লেভে দে’। ভিডিওর শুরুতে নিরহুয়াকে অন্য মেয়ের সঙ্গে দেখে একেবারে তেলেবেগুনে রেগে যান কাজল। এরপরই তাঁকে মানানোর জন্য চলতে থাকে বিভিন্ন চেষ্টা। এরপরেই একটি বন্ধ ঘরের খাটের মধ্যে শুরু হয় নিরহুয়া ও কাজলের রাসলীলা।

রেস্তোরাঁয় খেতে গিয়ে হলেন বিরল মুক্তার মালিক

হট কাজলকে দেখে কার্যত বেহুঁশ হয়ে যান নিরহুয়া। একই খাটের মধ্যে কাজলকে পাশে শুইয়ে তাঁর যৌবনের সাগরে নিজেকে ডোবালেন নিরাহুয়া। কাজলের পরনে ছিল লেহেঙ্গা ও চোলি। পুরো ভিডিওতে কাজলের টানটান ফিগার দেখে ঘুম উড়েছে সকলের। ‘Worldwide Records Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। যাতে এখনো পর্যন্ত কয়েক কোটি মানুষ ভিড় জমিয়েছেন। সঙ্গে সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন।