কাজলের উষ্ণ শরীরে মাতাল হয়ে নিয়ন্ত্রন হারালেন খেসারি লাল, তুমুল ভাইরাল ভিডিও

খেসারি লাল

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া খুললেই কোনো-না-কোনো ভোজপুরি কনটেন্ট ট্রেন্ডিং এ থাকতে দেখা যায়! পূর্বের থেকে বহুল উন্নতি সাধন করে বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রি ছুঁয়েছে উন্নতির শিখরকে। বর্তমানে নব প্রজন্মের কাছে ইন্ডাস্ট্রির একাধিক ডায়লগ ও মিউজিক ভিডিও হটকেকের মতো বিকোয়। সেই সূত্র ধরেই সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হলো খেসারি লাল যাদব ও কাজল রাঘবানির এক রোমান্টিক মিউজিক ভিডিও!

খেসারি লাল

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী এই অভিনেত্রীর দুর্দান্ত এক্সপ্রেসনের জাদুতে কাবু লাখো লাখো নেটিজেন। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় এই অভিনেত্রী মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠেন। সম্প্রতি ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির এই হট অভিনেত্রীকে দেখা গেল সুপারস্টার খেসারি লাল যাদব এর সাথে রোম্যান্সে মত্ত হতে।

“সাইয়া কে মুশকি” নামক রোম্যান্টিক ভোজপুরী গানে ইন্ডাস্ট্রির এই অন্যতম কেমিস্ট্রিপূর্বক জুটিকে দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে মাখো মাখো পারফরম্যান্স ডেলিভার করতে দেখা গেল। ভাইরাল এই ভিডিওতে কখনো সাদা শ্যুট তো কখনো নীল শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী কাজল রাঘবানি। তবে যে কোন রূপেই অভিনেতা খেসারি লাল যাদব অভিনেত্রী উপর মুগ্ধ হয়ে রোম্যান্স এ নিমজ্জিত হলেন।

YouTube video player

বছরখানেক আগে ইউটিউব মাধ্যমে আপলোড হওয়া এই ভিডিওটি এখনো পর্যন্ত 25 লক্ষ মানুষ দেখেছেন। পেয়ারে লাল যাদব ও আজাদ সিং এর লেখা এই গান নিজ কণ্ঠে গেয়েছেন খুশবু জৈন ও খেসারি লাল যাদব। জনপ্রিয় এই মিউজিক ভিডিওর সুরকার হলেন মধুকর আনন্দ। তাই আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন এখনই দেখে নিন আর উপলব্ধ করুন খেসারিলাল-কাজল জুটির উষ্ণ রোম্যান্স!