কাজলকে দেখে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল যাদব, মাতলেন উদ্দাম রোমান্সে

খেসারি লাল যাদব

বিনোদন ডেস্ক : বর্তমানে মানুষের সময় কাটানোর একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এতে মানুষ নিজেদের সুখ-দুঃখ সবকিছুই শেয়ার করে থাকে। বিশেষ করে করোনা অতিমারির পর লকডাউনের জেরে এর গুরুত্ব ও চাহিদা উভয়ই বৃদ্ধি পেয়েছে। তাই টিভি ও সংবাদপত্র ছেড়ে মানুষ বেঁছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন তারকার ভিডিও ভাইরাল হয়। যা দেখে বেশ মনোরঞ্জন পান দর্শকেরা।

খেসারি লাল যাদব

বর্তমানে বলিউডের মতোই ইউটিউবে কোনো ভোজপুরি গান মুক্তি পাওয়া মাত্রই ব্যাপক হিট হয়। আর সেসব গানে বেশিরভাগ সময়ই দেখা যায় দুই ভোজপুরি তারকা খেসারি লাল যাদব ও কাজল রাঘবানিকে। মূলত এই দুই তারকা ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটি। আর এদের গান হামেশাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি সেরকমই একটি রোমান্টিক গানের ভিডিও ভাইরাল হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। গানটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা ‘বাঘি’র।

এই সিনেমার একটি গান ভাইরাল হতেই আবার নতুন করে মনোরঞ্জনে মজলো দুই তারকার ভক্তরা। বিখ্যাত গানটির নাম ‘জাওয়ানিয়া ই বাঘী ভেইল ভা’। আর এই গানটি রোমান্টিকের পাশাপাশি দুষ্টু-মিষ্টি খুনসুটিতে ভরপুর। ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি সাদা রঙের চুরিদারে ও খেসারি হাজির হয়েছেন আর্মির পোশাকে। ভাইরাল এই গানের ভিডিওটি ‘Khesari Movies and Music’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে কয়েকমাস আগে আপলোড করা হয়। বর্তমানে ভিডিওটির ইউটিউবে প্রায় ২৩ লক্ষ ভিউজ ছাড়িয়েছে।

ঠিক যেন সুপারম্যান, হঠাৎ পাঁচ তলা থেকে পড়ে যাওয়া শিশুকে লুফে নিলেন ব্যক্তি

এর সাথে পাল্লা দিয়ে নানা রকমের কমেন্ট করতে দেখা গিয়েছে নেটিজেনদের। আর বেশিরভাগ মানুষই প্রশংসা করেছেন অভিনেত্রী কাজলের হটস মুভসের। তাঁর অসাধারণ নৃত্য কৌশল ও হট মুভসে ঘায়েল হয়ে রাতের ঘুম উড়েছে বহু সাইবারবাসীর। তিনি যে ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী তা আরো একবার প্রমাণ করেছেন নিজের নাচের মাধ্যমে। যদি দুই তারকার উষ্ণতায় ভরা এই ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই এই অসাধারণ নাচের ভিডিওটি দেখুন। যা নিঃসন্দেহে ভালো লাগবে প্রত্যেকের।