কাজল রেখার টানে দেশে এসেছেন মিথিলা

মিথিলা

বিনোদন ডেস্ক : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে ও সংসারের কারণে ওখানেই বছরের বেশিরভাগ সময় কাটান মিথিলা। তবে এবার তিনি বেশ কিছুটা সময় নিয়ে দেশে এসেছেন। ‘কাজল রেখা’ নামে একটি সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যেই তার দেশে আগমন। এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমার শুটিংও শুরু করেছেন নেত্রকোনার দুর্গাপুরে।

মিথিলা

এ সিনেমায় তিনি কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি তিনি শুটিং সেটেই পালন করবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘জন্মদিন নিয়ে আগের মতো উচ্ছ্বাস নেই।

কোনোরকমভাবে দিনটি উদযাপন করতে পারলেই হয়। এখন যেহেতু কাজল রেখা সিনেমার সেট-এ আছি, তাই আমার কোনো পরিকল্পনা নেই।’ এদিকে কলকাতায়ও অভিনয়ে সময় দেন মিথিলা। সেখানে তার অভিনীত কাজ শেষ হওয়া সিনেমাগুলো হচ্ছে রাজশী দে’র ‘মায়া’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশ্রাস্ত্র’।

হট ক্লিভেজে লাস্যময়ী কাজল কন্যা নাইসা