কাক কেন স্বেচ্ছায় পিঁপড়ার কামড় খায়

crow

জুম-বাংলা ডেস্ক : কখনো কখনো কাকেরা নিজ ইচ্ছায় পিঁপড়ার বাসায় যায় ও পিঁপড়ার কামড় খায়। কাকেরা এমন কেন করে জানেন? কাকেরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি, যার বুদ্ধির তুলনা সাত বছরের বাচ্চার সাথে করা হয়ে থাকে। এছাড়া কাকেরা বিভিন্ন রকম পরিবেশে মানিয়ে নিতে পারে কখনো কখনো তাদের অন্য প্রাণীদের সাহায্য করতেও দেখা গেছে কিন্তু এই কাকই পিঁপড়ার বাসায় গিয়ে পিঁপড়ার কামড় কেন খায় আর সেটাও নিজের ইচ্ছাতে চলুন জেনে নেওয়া যাক।

crow

কাকেরা প্রথমে পিঁপড়ের বাসায় গিয়ে তাদের বিরক্ত করতে থাকে যেন পিঁপড়েরা বাধ্য হয়ে তাকে কামড়াতে থাকে আর তারপর পিপড়ারা কাকের গায়ে ফরমিক অ্যাসিড স্প্রের মত করে ছাড়ে আর এটাই হলো কাকদের কাছে ঔষুধ কারণ কাকেদের শরীরে নানা রকম প্যারাসাইট হয় আর এই প্যারাসাইট থেকে মুক্তির জন্য পিঁপড়াদের ছাড়া এই ফরমিক এসিডের প্রয়োজন হয়। তাদের শরীরে এই ফরমিক এসিড কীটনাশকের মতো কাজ করে আর এজন্য কাক বাধ্য হয়ে পিঁপড়াদের বাসাতে যায় আর এক প্রকার ফ্রিতে চিকিৎসা নিয়ে সমস্ত রোগ সারিয়ে আসে অর্থাৎ প্রথমে আমাদের যেটাকে বোকামি মনে হচ্ছিল বাস্তবে এটাও কাকদের বুদ্ধিমত্তার প্রমাণ।

দেশের প্রথম স্থানীয়ভাবে উৎপাদিত ই-বাইক আনছে দুরন্ত

পিঁপড়েদের উৎপাদিত অ্যাসিডকে ফর্মিক অ্যাসিড বলে। নাম আসে লাতিন শব্দ ফর পিঁড়ির, যা’ ফরনিকা’। কেমিক্যালি এটি একটি সাধারণ কার্বলিক এসিড। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাধারণ প্রজাতির ব্ল্যাক পিন্ট হল ব্ল্যাক কার্পেন্টার পিঁপড়া, যা তার চোয়াল দিয়ে অল্প পরিমাণে ফর্মিক অ্যাসিড সরবরাহ করে, যখন সে কামড়ায়।