কাক কী খেতে পছন্দ করে? জানালেন ভাবনা

ভাবনা

বিনোদন ডেস্ক : পাখিদের জগতের অন্যতম বুদ্ধিমান পাখি হলো কাক। এই কাকেদের সঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বেশ সখ্য। বাসার ব্যালকোনিতে দীর্ঘদিনের আসা যাওয়ার সূত্র ধরে কাকেদের সঙ্গে তার বন্ধুত্ব। রোজ সকাল-বিকাল বা সন্ধ্যার অন্ধকারের আগে তার সঙ্গে দেখা হয় কাকদের। তাইতো কাকপ্রেমী ভাবনা তাদের পছন্দের খাবার সম্পর্কে ধারণা পেয়েছেন। কাক কী খেতে পছন্দ করে? এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভাবনা।

ভাবনা

ভাবনার মতে মানুষের মতো কাকরাও খাবারের ব্যাপারে অনেক রুচিবান। বলেন, ‘কাকের পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। সেটা অবশ্যই নরম খিচুরি হতে হবে। পাশাপাশি এর সাথে ঝুড়া গরুর মাংস থাকে সেটা কাক সেগুলো অনেক মজা করে খায়। এবং কেকও পছন্দ করে কাক।

ভাবনা বলেন, ‘আমার বাসায় আসা কাকগুলো খুব ভালো। তারা প্রতিদিন আসে। ওরা আমার ভাষা বোঝে। আমি ডাক দিলে কথা শোনে। ওদের খেতে দিলে খুব আনন্দ পায়।’

মানসিক অবসাদে ভুগেছেন করন জোহর

পেশায় অভিনয়শিল্পী হলেই এর বাইরেও আলাদা একটা গুণ আছে আশনা হাবিব ভাবনার। অভিনয়ের ফাঁকে চিত্রকর হিসেবে ভাবনা মুগ্ধতা ছড়িয়েছেন অনেকের কাছেই। সেই চিত্রকর্মের অন্যতম বিষয় কাক। তার আঁকা চিত্রকর্মের মধ্যে কাকের ছবিই বেশি স্থান পায়।