জুমবাংলা ডেস্ক : এই পৃথিবীতে প্রতিটি প্রাণী তার মায়ের লালন-পালন যত্ন স্নেহে বেড়ে ওঠে। কিন্তু কাঁকড়া বিছা একমাত্র প্রাণী তারা এই সুখ থেকে বঞ্চিত। আসলে কাঁকড়া বিছা জন্মের পরপরই তার মাকে খেয়ে ফেলে! কিন্তু কেন জানেন? আজকের প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ জানেন এভারেস্টের চেয়েও তিনগুণ বড় পর্বত কোন গ্রহে রয়েছে?
উত্তরঃ আসলে মঙ্গল গ্রহে রয়েছে অলিম্পাস মনস (Olympus Mons), যার উচ্চতা এভারেস্টের চেয়েও তিন গুণ বড় (উচ্চতা ২৬ কিলোমিটার)।
২) প্রশ্নঃ কোন দেশে ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে চার দিনের মধ্যে গুলি করে হত্যা করা হয়?
উত্তরঃ আফগানিস্তানে।
৩) প্রশ্নঃ পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব চাইতে বেশি?
উত্তরঃ পৃথিবীতে মাছের সংখ্যা সবচাইতে বেশি।
৪) প্রশ্নঃ মানুষের শরীরের কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
উত্তরঃ মানুষের মস্তিষ্কে বিদ্যুৎ উৎপন্ন হয়।
৫) প্রশ্নঃ যে বেশি কথা বলে তাকে এক কথায় কী বলা হয়
উত্তরঃ যে বেশি কথা বলে তাকে এক কথায় বলা হয় বাচাল।
৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নদী আছে?
উত্তরঃ বাংলাদেশে সর্বাধিক ৭০০টি নদী রয়েছে।
৭) প্রশ্নঃ অজগর সাপকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ অজগরকে ইংরেজিতে পাইথন (Python) বলা হয়।
৮) প্রশ্নঃ ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল?
উত্তরঃ ঋকবেদে (Rikveda) প্রথম ভারতবর্ষ নামটি পাওয়া গিয়েছিল।
৯) প্রশ্নঃ কোন প্রাণী নিজের ওজনের থেকেও ১০ গুন ভারী জিনিসকে বহন করতে পারে?
উত্তরঃ পিঁপড়ে।
সাধারণ জ্ঞান কুইজ: কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকেই টের পেয়ে যায়?
১০) প্রশ্নঃ জানেন কাঁকড়া বিছা জন্মের পরই তার মাকে খেয়ে ফেলে কেন?
উত্তরঃ আসলে কাঁকড়া বিছার সন্তানেরা পেটে থাকাকালীন বড় হওয়ার সাথে সাথে তার মায়ের পেট ভেতর থেকে খেতে শুরু করে এবং অবশেষে পেট ছিঁড়ে বেরিয়ে আসে। আসলে একটি কাঁকড়া বিছা কেবল একবারই মা হতে পারে এবং সেখানে জন্ম নেওয়া তার সন্তানেরা তার মায়ের মৃত শরীরের বাকি অংশটুকুও খেয়ে বেঁচে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।