‘কাল হো না হো’-তে শাহরুখের সেই ছোট্ট বন্ধু আজ কত বড় হয়ে গেছে

শাহরুখ

বিনোদন ডেস্ক : ২০০৩ সালে মুক্তি পাওয়া নিখিল আদওয়ানি পরিচিলিত ও শাহরুখ খান , প্রীতি জিনটা, সেইফ আলী খান, জয়া ভাদুড়ি অভিনীত ফিল্ম ‘কাল হো না হো’ ফিল্মটি মানুষের মনে আলাদাই ছাপ ফেলেছিল। এই ফিল্মের ডায়লগ, গান, অভিনয় সমস্ত কিছুই মানুষের প্রচন্ড পরিমানে পছন্দ এসেছিল। এমনকি আজও এই ফিল্মের কথা উঠলে মানুষ উৎসাহিত হয়ে ওঠে।

শাহরুখ

এই ফিল্মের ডায়ালগ ও গান আজ ১৯ বছর পরও মানুষের আলোচনার অংশ হয়ে থাকে। মানুষ জানিয়েছে এই ফিল্মটি ১০০০ বার দেখলেও ততটাই ভালো লাগবে যতটা প্রথমবার দেখার সময় ভালো লেগেছিল।

শাহরুখের সেই ছোট্ট বন্ধু

তবে এই ফিল্মের প্রসঙ্গ আজ যখন উঠে আসে তখন অনেকের মনেই প্রশ্ন জাগে যে এই ফিল্মের চরিত্র গুলি ১৯ বছর পর এখন কেমন দেখতে লাগে ? কী আপনার মনেও এই প্রশ্ন উঠেছে? আচ্ছা তবে চলুন এই ফিল্মের একজন গুরুত্বপূর্ন চরিত্রে বিষয় জেনেনি।

শাহরুখের সেই ছোট্ট বন্ধু

আজ আমরা আমাদের আর্টিকেলে ‘কাল হো না হো’ ফিল্মের চাইল্ড আর্টিস্ট যিনি ফিল্মে প্রীতি জিনটার সৎ বোনের চরিত্র পালন করেছিলেন তার বিষয় জানবো। এই চাইল্ড আর্টিস্টের চরিত্রটি ফিল্মে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই চাইল্ড আর্টিস্টের নাম হলো ঝনক শুক্লা। তবে ফিল্মে তার নাম হয়েছিল জিয়া কাপুর। আসুন জেনেনি ঝনক শুক্লাকে বর্তমানে কেমন দেখতে লাগে ও তিনি এখন কি করেন।

শাহরুখের সেই ছোট্ট বন্ধু

জানিয়ে দি একসময় ‘কাল হো না হো’ ফিল্মে নিজের অভিনয় দ্বারা সকলের মন জয় করা ঝনক শুক্লা এই ফিল্মের পরও অনেক সিরিয়ালেও চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। যেমন কারিশমা কা কারিশমা ইত্যাদি। তবে এখন ঝনক বলিউড ইন্ডাস্ট্রিতে তেমন সক্রিয় নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুন ভাবে সক্রিয় থাকেন তিনি।

শাহরুখের সেই ছোট্ট বন্ধু

প্রায় ঝনক সোশ্যাল মিডিয়াতে তার ভক্তদের সাথে নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করতে থাকেন ও তার ছবি গুলি ভক্তদের দ্বারা বেশ প্রশংসাও পায়। জানিয়ে দি সেই ‘কাল হো না হো’ ফিল্মের ছোট ঝনক এখন অনেক বড় আর স্টাইলিশ ও গ্লামারর্স হয়ে গেছেন। তবে তিনি বলিউড থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা আগের মতোই রয়েছে বা বলা যেতে পারে দিন দিন তার সৌন্দর্য্যের জন্য দিন দিন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

বাসের জানালা খুলে মাংস দেখাতেই ছুটে এলো বাঘ, তারপর যা ঘটলো

ঝনক শুক্লা ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তার মা টেলিভিশন জগতের বিখ্যাত শিল্পী এবং তার বাবা হলেন চলচ্চিত্র প্রযোজক। কিন্তু অবাক করার বিষয় হলো ঝনক শুক্লার কাছে বলিউডে ক্যারিয়ার গড়ার এত বড় সুযোগ থাকলেও তিনি আজ একজন প্রত্নতত্ত্ববিদ। সম্প্রতি হওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে জানিয়েছেন।