সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকা হিরো আলম হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের জীবন শেষ করার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রিয়ামনির মিথ্যা কথা, তালাক ও পরকীয়া মেনে নিতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘রিয়ামনি মিথ্যা কথা বলে তালাক আর পরকীয়া মেনে নিতে পারলামহিরো আলমের ওষুধ খেয়ে মরে না আজকে সত্যি সত্যি মারা যাবো রিয়া মনি ভালোবাসা মিথ্যে ছিল মেনে নিতে পারলাম না রিয়ামনি কতো ভালো বাসি আজকে নিজেকে শেষ করে বুজে দিবো আমি রিয়াল ছিলাম কাল বিকাল ৫ জানাজা আমার নিজ বাসায়।’
দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি আরেকটি স্ট্যাটাসে লেখেন, ‘প্রিয় দেশবাসী অনেকে আমাকে গালিগালাজ করেন চলার পথে আমি হয় অনেক কষ্ট দিয়েছি সবার ক্ষমা করবে আর হিরো আলম আপনাদের জালাবে না আর সবার ভালো থাকবে সবাই বলে আমি মারা গেলে আপনার অনেক খুশি হবে বলে আমি একটা মূর্খ অশিক্ষিত ভালো করে কথা বলতে পারি না দেখতেও সুন্দর না আমাকে সবার পাশে তো মানায়ো না আপনার বলেন সবাই ভালো থাকবেন।’