আগামীকাল (১৫ অক্টোবর) আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিদের হয়রানি ও অতিরিক্ত খরচ কমানোর উদ্যোগে জামিননামা অনলাইনে সরাসরি সংশ্লিষ্ট কারাগারে প্রেরণ করা হবে। এক ক্লিকেই জামিননামা কারাগারে পৌঁছাবে, জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে বর্তমানে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে অনেক ধাপে টাকা খরচ করতে হয় এবং হয়রানির সম্মুখীন হতে হয়। এসব নিরসনের জন্য আমরা অনলাইন জামিননামা প্রবর্তন করেছি।”
ড. আসিফ নজরুল আরও বলেন, “এবার পাইলট প্রকল্প চালু করা হচ্ছে। আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছাবে। এটা সরকারের নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হয়েছে, কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়া।”
তিনি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আসামিদের প্রয়োজনীয় জটিলতা ও অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় তৈরির কাজ অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হবে। এছাড়া আইন, গুমের আইন, দুদক আইন এবং হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হকসহ অন্যান্য আইনজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।