জুমবাংলা ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে আগামী ১৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। ১৬ মে যাত্রীরা ২৯ মে’র টিকিট সংগ্রহ করতে পারবেন।
বুধবার (১৪ মে) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “টিকিট অনলাইনের পাশাপাশি সরাসরি বাস কাউন্টার থেকেও কেনা যাবে। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনেই টিকিট দেবে।”
ভাড়ায় কড়াকড়ি, নজরে এসি বাসও বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শুভঙ্কর ঘোষ। তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”
গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। রাকেশ বলেন, “যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, পরিবহন কোম্পানিগুলো নিজেদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে। তবে এবার সিদ্ধান্ত হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়।”
সংক্ষেপে:
অগ্রিম টিকিট বিক্রি শুরু: ১৬ মে
টিকিটের তারিখ: ২৯ মে
বিক্রির মাধ্যম: অনলাইন ও বাস কাউন্টার
এসি বাসের ভাড়ায় থাকবে নজরদারি ও স্বচ্ছতা অতিরিক্ত ভাড়া গ্রহণযোগ্য নয়, নির্দেশনা কঠোর ঈদে বাড়ি ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারে, সে লক্ষ্যেই এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।