বিনোদন ডেস্ক : কাজ নিয়ে মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসেন ছোটপর্দার অভিনেতা আরশ খান। এর বাইরে কখনো ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসার গুঞ্জন নিয়েও চর্চা হয় তাকে নিয়ে। তবে যাবতীয় সব ব্যাপারেই খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। মনের কোণে কোনো রাখঢাক না রেখে কথা বলেন।
এ ক্ষেত্রে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা আরশ খান। ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে প্রায়ই সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এবার কথা বললেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর গ্রেপ্তার নিয়ে।
রাজধানী ঢাকার গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নির্মাতা রিংকুকে। নির্মাতার বাইরে ঢাকা মহানগর উত্তর ছা্ত্রলীগের সাবেক সহ-সভাপতি তিনি। তার গ্রেপ্তারের ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম সংবাদমাধ্যমকে বলেন, গত ১২ নভেম্বর গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে রিংকুকে।
এদিকে নির্মাতা রিংকুকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নির্মাতা ও সহকর্মীরা। তাদেরই একজন অভিনেতা আরশ খান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একজন পরিচালক গ্রেপ্তার হবে, কোনো কারণ জানানো হবে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকীরা ঘরে বসে স্ট্যাটাস দেবে। এটা কি আদৌও ঠিক? কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না। ইউনিটির অবস্থা এমন কেন? রিফর্মেশন এবং সংগঠনে কী লাভ তাহলে?’
টাকার জন্য অনেকের বিছানায় গিয়েছি, এখন আর যাই না : শার্লিন চোপড়া
এ ব্যাপারে অভিনেতা আরশ খান সংবাদমাধ্যমকে বলেন, রিংকু কোনো একটা সময় একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। এ জন্য পুরনো ফাইল বের করে সন্দেহভাজন হিসেবে দেখানো হচ্ছে তাকে। মূলত হিংসা থেকে করা হচ্ছে এসব। কেননা, বর্তমানে ভালো কাজ করছেন নির্মাতা রিংকু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।