কালবৈশাখীর এক মিনিটের তাণ্ডবে প্রাণ গেল ৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কালবৈশাখীর তাণ্ডবে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবারের এ ঝড়ে নিহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরী রয়েছে। ঝড়ে অনেকে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। অনেকের মৃত্যু হয়েছে গাছের নিচে চাপা পড়ে।

রোববার ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের সেন্টমার্টিন ও মিয়ানমারে আঘাতে হানলেও সেভাবে কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের ওপর। তবে সোমবার হঠাৎ কালবৈশাখী এভাবে তাণ্ডব চালাবে তার আভাস আগে থেকে পাননি কলকাতাবাসী।

আবহাওয়া দপ্তর সূত্রের বরাতে খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে থাকে। ৩ মিনিট স্থায়ী হয় এ ঝড়। সন্ধ্যা ৬টার সময় দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। এক মিনিট স্থায়ী হয়েছিল এ ঝড়। আর সেই ক্ষণিকের তাণ্ডবেই প্রাণ হারান ৯ জন।

মক্কার বিদেশি বাসিন্দাদের জন্য পারমিট বাধ্যতামূলক