গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা, বাবা ও সন্তানসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত এবং জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে পাঠান। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার জনের মৃত্যু হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।