বিনোদন ডেস্ক : গেল জুন থেকে ভারতীয় বক্স অফিস জুড়ে চলছে ৬২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কল্কি ২৮৯৮ এডি’র তাণ্ডব। মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে। প্রেক্ষাগৃহে মুক্তির পরেও তেমনটাই দেখা মিললো। তবে এখানেই শেষ নয়, প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানোর পর এবার নেটফ্লিক্সেও ভিউয়ে শীর্ষ তালিকায় এই ছবি।
জানা গেছে, প্রথম সপ্তাহের ভিউয়ের দিক থেকে গ্লোবাল র্যাংকিংয়ে এই সিনেমা বর্তমানে ২য় স্থানে অবস্থান করছে। এছাড়াও নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের প্রথম সপ্তাহের মাঝেই ‘কল্কি ২৮৯৮ এডি’ ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ ভিউ হওয়া সেরা ৫ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। যেই তালিকার শুরুতেই রয়েছে ‘অ্যানিমেল’ (৬.২ মিলিয়ন), দুই নম্বরে রয়েছে ‘ফাইটার’ (৫.৯ মিলিয়ন), তিন নম্বরে ‘ক্রু’ (৫.৪ মিলিয়ন), চার নম্বরে ‘ডানকি’ (৪.৯ মিলিয়ন) এবং পঞ্চমে ‘কল্কি এডি ২৮৯৮ (হিন্দি) (৪.৫ মিলিয়ন)।
নাগ অশ্বিন নির্মিত এই মহাকাব্যিক সিনেমাটির ওটিটি মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে খুব বেশী অপেক্ষা করতে হয়নি। গেল ২২ আগস্ট থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত এই সিনেমা।
মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য দিয়ে শুরু হয় সিনেমা। এরপর গল্প চলে যায় ২৮৯৮ খ্রিস্টাব্দে। ওই সময়ের রুক্ষ-শুষ্ক শহর কাশি এই সিনেমার পটভূমি। যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াসকিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান ও পুরাণ মিলেমিশে একাকার।
মানুষ ও রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে উঠেছে নতুন সভ্যতা। কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে আসে সন্তান। এই সন্তানকে বাঁচিয়ে রাখতে লড়াই হয় অশ্বত্থামা ও ভৈরবের মধ্যে।
প্রভাস-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও কলকাতার শাশ্বত মুখার্জী। –কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।