কালো খোলা শাড়িতে ঝড় তুললেন উরফি

উরফি

বিনোদন ডেস্ক : বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী।

উরফি

বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি একটি নামী ব্র্যান্ডের কোন একটি বড় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উরফি জাভেদ। উরফি ছাড়াও এদিন এই অনুষ্ঠানে দেখা মিলেছে একাধিক নামিদামি তারকারও। সকলের মধ্যে থেকেও আবারো নিজের দিকে নজর টেনেছেন উরফি। এদিন অভিনেত্রীকে কালো ট্রান্সপারেন্ট শাড়িতে দেখা গিয়েছে। পাশাপাশি পড়েছিলেন ব্রা কাটিং ব্লাউজও, যাতে রীতিমতো উষ্ণ লুক দিচ্ছিলেন তিনি। কালো ট্রান্সপারেন্ট শাড়িতে নিজের সাজ পূরণ করার জন্য মানানসই হালকা অলংকারে সেজে উঠেছিলেন তিনি। করেছিলেন হালকা মেকাপও।

এই পোশাকে তিনি যে নিজের ফিগার শো-অফ করেছেন, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। ভাইরাল হওয়া ভিডিওতে বেশ খোস মেজাজেই দেখা মিলেছে অভিনেত্রীর। ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’এর অফিসিয়াল পেজ থেকেই অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক ভিডিওটির সূত্র ধরেই আবারো চর্চার আলোয় উঠে এসেছেন উরফি।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।