লাইফস্টাইল ডেস্ক : নারীদের সাজসজ্জায় কত কিনা ব্যবহার হয়ে থাকে। মেকআপ থেকে শুরু করে গয়না সবকিছুই থাকে তাদের সাজসজ্জার প্রধান অনুষঙ্গ। পোশাকের সঙ্গে মানানসই গয়না নারী সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের গয়না নারীরা পরিধান করেন। সোনা, রুপা, মেটাল ইত্যাদি আরো অনেক ধরনের গয়না। এসব গয়নার সঠিক যত্ন না নিলে তা নষ্ট হয়ে যায়।
এক্ষেত্রে রুপার গয়নার একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। জানেন নিশ্চয়ই, খোলা জায়গায় রাখলে খুব দ্রুত জেল্লা হারাতে থাকে রুপা। তা সে গয়নাই হোক বা রুপার থালা-বাসন। কিন্তু চকচকে না থাকলে রুপোর গয়না পরতেও ভালো লাগে না। আর পরিষ্কার করার জন্য সময় করে রুপার দোকানেও নিয়ে যাওয়া হয় না। ফলে গয়নাগুলো অকেজো হয়ে ঘরেই পড়ে থাকে।
অথচ রুপা পরিষ্কার করা কিন্তু তেমন কঠিন কাজ নয়। যেমন ঝট করে কালো হয়ে যায়, তেমন দ্রুত ফেরানোও যায় রুপার চমক। কীভাবে পরিষ্কার করবেন রুপার জিনিস? চলুন জেনে নেয়া যাক-
প্রথমে একটি পাত্রে জল নিয়ে হালকা গরম করুন। তার পর তাতে তরল সাবান ফেলে গুলে নিন। সাবান গোলা সেই উষ্ণ জলে রুপার গয়নাগুলো ডুবিয়ে রাখুন।
ইতিমধ্যে খানিকটা জলে দু’টি আলু সিদ্ধ করুন। সিদ্ধ হওয়ার পর আলু দু’টি সরিয়ে নিন। সেই জলটি ব্যবহার করতে হবে।
সাবান জল থেকে রুপার গয়নাগুলো তুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর আলু সিদ্ধ করা জলে আবার ডুবিয়ে রাখুন গয়নাগুলো। মিনিট পনেরো পরে গয়না তুলে নিয়ে ভালোভাবে প্রথমে ভেজা কাপড় এবং পরে শুকনো কাপড় দিয়ে মুছুন। দেখবেন, গয়নার জেল্লা ফিরে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।