‘কালো জলে কুচলা তলে’ গানে দুর্দান্ত নাচ, ভাইরাল সুন্দরী রিয়া সাহা

সুন্দরী রিয়া সাহা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন কিছু ভাইরাল হয়, আর এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছেন রিয়া সাহা। তার অসাধারণ নাচের ভিডিও এখন ইন্টারনেট কাঁপাচ্ছে।

সুন্দরী রিয়া সাহা

সম্প্রতি ইউটিউবে Dooars Girl Riya Saha চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় লোকসংগীত “কালো জলে কুচলা তলে”-র তালে নজরকাড়া নাচ পরিবেশন করেছেন তিনি। লাল পাড়ের কালো শাড়িতে রিয়ার অসাধারণ স্টাইল এবং নিখুঁত নৃত্যশৈলী মন জয় করেছে নেটিজেনদের।

ভিডিওটি ইতোমধ্যে ২০ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং অসংখ্য প্রশংসাসূচক মন্তব্যে ভরে গেছে কমেন্ট সেকশন। গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে রিয়ার ছন্দময় নাচ দেখে দর্শকরা মুগ্ধ।

সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিওর ট্রেন্ড

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়। বলিউড তারকাদের পাশাপাশি সাধারণ মানুষও নিজের প্রতিভা তুলে ধরছেন। আর সেই কারণেই প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাল কনটেন্টের দেখা মেলে।

Realme Neo 7 SE এবং Neo 7x: শীঘ্রই আসছে, রইল স্পেসিফিকেশন

রিয়া সাহার এই দুর্দান্ত নাচ আপনার কেমন লাগল? কমেন্টে জানান!