জুমবাংলা ডেস্ক : কুইজ এমন একটি বিষয় যেখানে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা এর মাধ্যমে তাদের জ্ঞান বৃদ্ধি করে। এটি কেবল মানুষের সাধারণ জ্ঞানই বাড়ায় না, এর প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও খুব কার্যকর প্রমাণিত হতে পারে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এবার এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ ভারতের কোন নদীটি বিপরীতমুখী প্রবাহিত হয়?
উত্তরঃ নর্মদা ভারতের একমাত্র নদী যে বিপরীতমুখী প্রবাহিত হয়।
২) প্রশ্নঃ “জয় জওয়ান জয় কিষান” এই বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিলেন?
উত্তরঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী “জয় জওয়ান জয় কিষান” এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন।
৩) প্রশ্নঃ আকবর ও মুহাম্মদ বিন তুঘলক কোন নদীর জল পান করতেন?
উত্তরঃ আকবর এবং মুহাম্মদ বিন তুঘলক গঙ্গা নদীর জল পান করতেন, কারণ তারা যমুনা নদীর চেয়ে গঙ্গা নদীর জল বেশি পছন্দ করতেন।
৪) প্রশ্নঃ পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?
উত্তরঃ পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে।
৫) প্রশ্নঃ গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ গুগল ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিনে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।
৬) প্রশ্নঃ কোন দেশটি বেশিরভাগ দেশের সাথে তার স্থল সীমান্ত ভাগ করে?
উত্তরঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন ১৪ টি দেশের সাথে তার আন্তর্জাতিক স্থল সীমান্ত ভাগ করেছে।
৭) প্রশ্নঃ প্রথম আফগান যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৩৯ সালে প্রথম আফগান যুদ্ধ সংঘটিত হয়।
৮) প্রশ্নঃ বাতাসের আর্দ্রতা কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ তাপমাত্রা, স্থান, আবহাওয়া।
৯) প্রশ্নঃ মুকেশ আম্বানি কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ মুকেশ আম্বানির জন্ম ভারতে নয়, ইয়েমেনে।
১০) প্রশ্নঃ জানেন কালো পিঁপড়া কামড়ায় না কেন?
উত্তরঃ আসলে কালো পিঁপড়াও কামড়ায় কিন্তু কালো পিঁপড়ার হুলে ফরমিক অ্যাসিড লাল পিঁপড়ার তুলনায় কম শক্তিশালী, তাই আমরা এটি অনুভব করি না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel