কালো পোশাক পরে নতুন ছবি দিয়ে ঝড় তুললো উরফি জাভেদ

উরফি জাভেদ

বিনোদন ডেস্ক : কালো পোশাক পরে নতুন ছবি পোস্ট উরফি জাভেদের। ক্যাপশনে লিখছেন কেউ তাঁর স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবেন না। উরফির পোস্টে কী বললেন নেটিজেনরা? কেউ আমারা স্বাধানতা ছিনিয়ে নিতে পারবে না। সোশ্যাল মিডিয়ার লেটেস্ট পোস্টে এমনটাই লিখেছেন উরফি জাভেদ।

উরফি জাভেদ

অভিনেত্রী উরফি তাঁর অদ্ভুদ স্টাইল স্টেটমেন্টের জন্যই নেটেজেনদের কটাক্ষের শিকার হন। বেশির ভাগ সময়ই শরীরে সুতোর লেশমাত্র থাকে না উরফির। কিন্তু, লেটেস্ট পোস্টে কালো পোশাকে দেকা মিলল উরফি জাভেদের। ছবি পোস্ট করতেই কমেন্ট বক্স ভরে গেল মিশ্র প্রতিক্রিয়ায়। এক নেটিজেন লিখেছেন, “হ্যাঁ, তুমি তো স্বাধীন পাখি।

খোলা আকাশে অনেক দূর উড়ে যাবে। তোমাকে কেউ আটকাতে পারবে না।” অন্যদিকে উরফির গায়ে পোশাক দেখে চমকে গিয়েছে নেটিজেনদের একাংশ। তাহলে দেখে নেওয়া যাক উরফির লেটেস্ট ফটোতে কী কমেন্ট করেছেন বিগ বস গার্ল উরফি জাভেদ।

উরফি জাভেদ

উরফি জাভেদের লেটেস্ট ফটো দেখে চোখ কপালে নেটিজেনদের। না, এবার তাঁর অদ্ভুত স্টাইল স্টেটমেন্টের জন্য নয় বরং গায়ে পোশাকের উপস্থিতিতে চমকে গিয়েছেন নেটবাসীরা। কারণ উরফি মানেই কখনও পোস্ট কর্ড সাইজের ফটো দিয়ে তো কখনও আবার চুল দিয়ে লজ্জা নিবারণ করতেই বেশি ভালোবাসেন। তাই পোশাক পরিহিতা উরফিকে দেখে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন ‘পোশাকটা অনেক বড়। তাই তোমাকে মানাচ্ছে না।’

লেটেস্ট ফটো পোস্ট করে উরফি লিখেছেন, কেউ আমারা স্বাধানতা ছিনিয়ে নিতে পারবে না। কমেন্ট বক্স পালটা উত্তরে এক নেটবাসী উরফিকে খোঁচা দিয়ে লিখেছেন, খোলা শরীর মানেই স্বাধীনতা নয়।

হৃত্বিকের নিজের বাড়ির গাড়িতে উঠতেও লাগতো অনুমতি

উরফির পোশাক বিভ্রাট সবসময়ই টক অফ দ্যাউন। সোশ্যাল মিডিয়ায় উরফি যা ছবি পোস্ট করেন তার সবটাই ওয়্যারড্রব ম্যালফাংশন বললে ভুল বলা হবে না। তবে কালো পোশাকে উরফিকে দেখে সোশ্যাল মিডিয়ায় সুন্দরী তকমা পেলেন অভিনেত্রী।