কলো শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন মধুমিতা

নুসরাত

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে কুলের আচারের ট্রেলার। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমিতার স্টাইলিং কিন্তু টলি পাড়ার হট টিপক সব সময়ই। একবার কালো শিফন শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী, তাঁর সেই লুক এখনও কারও কারও রাতের ঘুম কেড়ে নেয়। দেখে নিন সেসব ছবি। সঙ্গে নোট করুন বিশেষ ফ্যাশন টিপস।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কুলের আচার’ ছবির ট্রেলার। এই ছবির বেশ কিছু মুহূর্তের ক্লিপিং দেখে ইতিমধ্য়েই বোঝা যাচ্ছে যে, এই ছবির বিষয়বস্তু ঠিক কী হতে চলেছে! স্বামী-স্ত্রীর পদবী আলাদা হওয়া কি উচিত? মানে বিয়ের পর মেয়েটিকে স্বামীর পদবীই গ্রহণ করতে হবে? এরকম প্রশ্নের মুখোমুখিই দাঁড় করিয়ে দেবে ছবি, তাই মনে হচ্ছে ট্রেলার দেখে। উত্তরণের পর কুলের আচারে মধুমিতা সরকারের চরিত্রের প্রশংসা করছেন সবাই। অভিনয়ের জন্য মধুমিতার প্রশংসা তো করাই হয়।

কিন্তু তাঁর ফিটনেস নিয়েও দারুণ চর্চা হয় টলিপাড়ায়। আরও একটা বিষয় নিয়ে আলোচনা হয়! জানেন কি?

কিন্তু হট টপিক! কখনও জামদানি, কখনও সাহসী পশ্চিমী পোশাক আবার কখনও শাড়িতেই তিনি আধুনিকা নারী। অসাধারণ দেখতে লাগে মধুমিতাকে। কালো শিফন শাড়িতে ঠিক যতটা সুন্দর তাঁকে লাগছিল, খুব কম মানুষই নিজেকে প্রেমে পড়া থেকে সামলে নিতে পেরেছেন!

একটি কালো শিফন শাড়ি পরেছেন মধুমিতা। এই লুকটি বেশ পুরনো হলেও এখনও পর্যন্ত যেন বেশ হট! আর হট হবে নাই বা কেন, শাড়িটাই যে পরেছেন টলি পাড়ার অন্যতম সেনসেশন মধুমিতা! যাই হোক, এই শিফন শাড়িতে অসাধারণ লাগছে অভিনেত্রীকে।

শিফন শাড়ির সঙ্গে বাঙালির অন্তরঙ্গতা আছে। বড় পর্দায় অভিনেত্রীদের শিফন শাড়িতে দেখতে সত্য়িই ভালো লাগে। মধুমিতাও তাই যখন কালো রঙের এই শিফনটি পরলেন, তাঁর দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার উপায় থাকল না।

আসলে গরমকালে আমাদের সব সময় এমন ফ্যাব্রিক বেছে নেওয়া উচিত, যা পরে আমাদের আরাম হয়। আমাদের জন্য যা আরামদায়ক, সেরকম ফ্যাব্রিকই বেছে নিতে হবে। শিফন গরমে পরার উপযুক্ত। এই ফ্যাব্রিক খুবই হালকা। তাই পরে আরাম হয়। স্কিন ব়্যাশের সম্ভাবনা কমে যায়।

এই ধরনের ফ্যাব্রিকের শাড়ি বা কুর্তা কিংবা টপ পরলে দেখতেও ভালো লাগে। মধুমিতাও সেরকমই একটি ফ্যাব্রিক বেছে নিয়েছেন। শিফন শাড়ির আঁচল উড়িয়ে মধুমিতা যখন সামনে এসে দাঁড়ালেন, তখন টুপটাপ প্রেমে পড়লেন সবাই। তাঁর হটনেসের কাছে ফিকে হল সব কিছুই।

এই শিফন শাড়িটি দেখতে খুবই সুন্দর। সম্পূর্ণ শাড়িতেই একটি মনোটোন ধরে রেখেছেন অভিনেত্রী। এক রঙা এই শাড়িতে কোনও বিশেষ কাজ করা নেই।

কোনও প্রিন্ট, অ্যাপ্লিক বা এমব্রয়ডারি কাজ চোখে পড়ছে না। বরং এই শাড়ির পাড়ে ব্লিং এফেক্ট যোগ করার জন্য সিকুইন কাজ করা হয়েছে। কালো সিকুইন ওয়ার্কই রয়েছে সেখানে। যা শাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।