Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউরোপেও বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা
    আন্তর্জাতিক

    ইউরোপেও বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা

    July 28, 20244 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রীতিমতো সাড়া পড়েছে যুক্তরাষ্ট্রের ভোটার এবং অ-মার্কিন স্থানীয়দের মধ্যে৷ ইউরোপের গণতান্ত্রিক কর্মীরা এমনটাই বলছেন।

    Kamala Harris

    ডেমোক্র্যাটস অ্যাব্রোড বা ডিএর মুখপাত্র অ্যামি পোর্টার একে ‘আশ্চর্যজনক ঘটনা’ হিসাবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে নির্বাচনি লড়াইয়ের ব্যাটন তুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে জনগণের বিপুল সাড়া মিলেছে। অ্যামি জানান, যে সংস্থা বিশ্বব্যাপী মার্কিন ‘ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধিত্ব করে, তারা পর্যবেক্ষণ করেছে, অসংখ্য নতুন ভোটাররা নিজের নাম নিবন্ধন করেছেন। অনেকেই প্রচারণায় সহায়তা করতে স্বেচ্ছাসেবী হতে চেয়েছেন।’

    তিনি বলেন, “স্থানীয় মানুষ, ফ্রান্সের মানুষ, অ-মার্কিন নাগরিকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলছে, কমলা হ্যারিসকে নির্বাচিত করতে আমরা সাহায্য করতে চাই।” তার মতে, এই ঘটনা অত্যন্ত বিরল।

    বিদেশে অ্যামেরিকান ভোটারদের মধ্যে উদাসীনতা

    যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ভোটিং অ্যাসিসট্যান্স প্রোগ্রাম অনুমান করছে, বিদেশে বসবাসকারী ২৮ লাখ আমেরিকান ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। এই প্রোগ্রামের জরিপ অনুসারে, ২০১৬ সালে তাদের মধ্যে মাত্র ছয় দশমিক নয় শতাংশ ভোট দিয়েছেন।

    ডিএ বলেছে, ফেডারেল পোস্ট কার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম তিন দিনে গত সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারীদের নিবন্ধনের সংখ্যাটা তিন হাজারেরও বেশি বেড়েছে। এই প্রক্রিয়ায় যে কোনো দলের ভোটারদের নিবন্ধন করা হয়। তবে ডিএ বলেছে, তাদের নতুন সদস্যের সংখ্যাও সোমবার থেকে বুধবার তিনগুণ বেড়ে গিয়েছে।

    বিদেশি নাগরিকদের মার্কিন নির্বাচনী প্রচারে অর্থের অনুদান দেওয়ার অনুমতি নেই। কিন্তু ডেমোক্র্যাটস অ্যাব্রডে ঢেলে অনুদান দেওয়া হয়েছে। তার কথায়, ‘‘আমরা নিয়মিত অনুদান পাই, কিন্তু এটা ভাবনার বাইরে ছিল।”

    ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর ডেমোক্র্যাটস অ্যাব্রোড ফিনল্যান্ড প্রতিষ্ঠা করেন ডানা ফ্রেলিং৷ তিনি জানান, নতুন নতুন স্বেচ্ছাসেবকেরা তার সঙ্গে যোগাযোগ করেছেন। এদের মধ্যে ফিনিশ নাগরিকেরা রয়েছেন। ন্যাটোর প্রতি ট্রাম্পের মনোভাব নিয়ে উদ্বিগ্ন তারা৷ রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ফিনল্যান্ড ২০২৩ সালে ন্যাটোতে যোগ দেয়। রাশিয়ার সঙ্গে প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে দেশটির। তাই ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানের বিষয়টি মার্কিন-রাশিয়া কূটনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

    ডানা ফ্রেলিং বলেন, ‘‘আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ন্যাটোর এই গুরুত্বপূর্ণ নেটওয়ার্ককে কীভাবে দেখবেন, তার উপর আমাদের নিরাপত্তা নির্ভর করবে।”

    এর আগে ফিনল্যান্ড আয়োজিত শীর্ষ সম্মেলনে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুটিনের কথায় আস্থা প্রকাশ করে বলেন, ক্রেমলিন ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেনি। ট্রাম্পের সেই ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। কাজেই ট্রাম্পের প্রেসিডেন্ট পদপ্রার্থিতা নিয়ে ফিনিশরা খানিকটা চিন্তায় রয়েছেন।

    এদিকে অনেক বিশেষজ্ঞই পররাষ্ট্র নীতিকে কমলা হ্যারিসের অন্যতম শক্তি হিসাবে বিবেচনা করছেন না।যদিও রাশিয়া সম্পর্কে তার মতামত স্পষ্ট করেছেন কমলা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে, ইউক্রেনের পক্ষে সমর্থন নিশ্চিত করেছেন তিনি। মিত্রদের আশ্বস্ত করে ভাইস প্রেসিডেন্ট বলেছেন, বাইডেন প্রশাসন “ন্যাটোর প্রতি একনিষ্ঠভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

    ডানা বলেন, টেক্সাসে তার ভাইয়ের মতো অনেক রিপাবলিকান কমলা হ্যারিসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

    প্রবাসী রিপাবলিকানরা কী ভাবছেন

    মাইক কুলবিকাস, একজন রিপাবলিকান ভোটার। কয়েক দশক ধরে ব্রাসেলসে থাকেন তিনি। স্থানীয় বিতর্ক সভায় দলের প্রতিনিধিত্ব করেন মাইকেল। তার কথায়, “বেশিরভাগ রিপাবলিকান মনে করেন, যদি কমলাকে মনোনীত প্রার্থী হিসেবে নিশ্চিত করা হয়, তবে তাকে হারানো আরো সহজ হবে।”

    তিনি যদিও স্বীকার করেছেন, ‘‘কমলা হ্যারিস একজন নারী। তিনি সংখ্যালঘু শ্রেণির প্রতিনিধি, সেটা কিছু ভোটারদের উপর খানিকটা জোরালো প্রভাব ফেলবে।”

    তবে তিনি বিশ্বাস করেন, ‘এমন কোনো পরিবর্তন হবে না’ যা নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য বদল ঘটাতে পারে।

    তার কথায়, ‘‘ডেমোক্র্যাট সবসময় নিজেদের আলোতে রাখতে চাইবে। তবে এটা রাজনৈতিক খেলা তাই এই মুহূর্তের পরিস্থিতি দেখে কোনো জরিপ কিছু বলতে পারেসেটা বিশ্বাস করি না।”

    ২০২৪ সালের নির্বাচন এবং ইউরোপ সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে মাইকেল বলেন, মানুষ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ সম্পর্কে এতটা উদ্বিগ্ন নয়। তারা কৌতূহলী। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বড় কোনো পরিবর্তন আশা করেন না তিনি। তবে তার কথায়,, ইউক্রেন নীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন।

    তার কথায়, ‘‘ব্যয়ের পরিপ্রেক্ষিতে জোটের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণে ন্যাটো সদস্যদের আরো অনেক কিছু করে দেখাতে হবে, এটাই ছিল ট্রাম্পের অবস্থান। আর এটা একেবারে সত্যি।”

    মাইকেল কুলবিকাস বিশ্বাস করেন, তাদের দলের সদস্যরা ডেমোক্র্যাটদের চেয়ে বেশি নির্ভরযোগ্য ভোটার। এই মুহূর্তে তারা ‘‘আগের মতোই উজ্জীবিত, হয়তো পরে আরো উজ্জীবিত হবেন।”

    ডিএর অ্যামি পোর্টার জোর দিয়েছেন, বিদেশি ভোটাররা প্রমাণ করেছেন, তারা নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার কথায়, ‘‘জর্জিয়া এবং অ্যারিজোনায় বাইডেনের জয়ের ব্যবধান [২০২০ সালে] আন্তর্জাতিক ভোটের সংখ্যার তুলনায় কম ছিল।” কয়েকটি স্টেটের (সুইং স্টেট) ফলাফল এদিকওদিক হতে পারে বলেও মনে করেন তিনি।

    সফল হতে চাইলে ভুলেও এই কথাগুলো কেউকে বলবেন না

    ডিএ-এর বক্তব্য, ‘‘সারা বিশ্ব জুড়ে, মানুষজন ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রচারণা, অন-দ্য-গ্রাউন্ড রেজিস্ট্রেশন করে চলেছে। এটা শুধু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিষয়ে নয়, এটা সেনেট, কংগ্রেস, ব্যালট এবং সমস্তকিছুর জন্য।”

    সূত্র: ডয়েচে ভেলে

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক ইউরোপেও কমলা জনপ্রিয়তা, বাড়ছে: হ্যারিসের হ্যারিসের জনপ্রিয়তা
    Related Posts
    Indus

    সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে, ভারতের বার্তা

    May 17, 2025
    সেভেন সিস্টার্স সমুদ্রপথ প্রকল্প

    বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব কমাতে চায় ভারত, শুরু সমুদ্রপথ প্রকল্পে

    May 17, 2025
    রাশিয়া-ইউক্রেন শান্তি

    রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় বসতে আহ্বান তুরস্কের

    May 17, 2025
    সর্বশেষ সংবাদ
    Whirlpool 4-in-1 Convertible AC
    Whirlpool 4-in-1 Convertible AC: Price in Bangladesh & India with Full Specifications
    Xiaomi Smart Band 8 Pro
    Xiaomi Smart Band 8 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    LG Objet Collection Fridge
    LG Objet Collection Fridge: Price in Bangladesh & India with Full Specifications
    মালদ্বীপে
    মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন
    শিক্ষার্থীদের
    শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ মজহারের আহ্বান
    নামাজের সময়সূচি ২০২৫
    আজকের নামাজের সময়সূচী (১৮ মে ২০২৫)
    স্বর্ণের দাম ভরি
    আজকের স্বর্ণের দাম, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বাড়ল যতো টাকা
    গ্রামীণ ব্যাংক
    গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধান উপদেষ্টার স্মৃতিচারণা
    বাংলাদেশি পোশাকসহ
    বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
    ঝড়-বৃষ্টি
    আবহাওয়ার খবর: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা বলা হয়েছে
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.