আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগেই আগাম ভোট দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
রোববার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে হ্যারিস জানান, তিনি মেইল ইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তার সেই ব্যালট এখন ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ৭ কোটি ৮০ লাখ ভোট পড়েছে যা একটি রেকর্ড।
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ রাজ্যে সরাসরি বা ডাকযোগে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা আছে। সব ভোটারকে ভোটের আওতায় আনতে এই আগাম ভোটের ব্যবস্থা।
এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কতজন ভোট দেন, সেটা অবশ্যই দেখার বিষয়।
পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী, ২০২০ সালে দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন। ১৯০০ সালের পর যুক্তরাষ্ট্রে কোনো জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোট।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।