স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা তামিম ইকবাল জীবন-মৃত্যুর সংকটময় মুহূর্ত কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (২৪ মার্চ) ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। শ্বাসকষ্ট ও অস্বস্তি অনুভব করায় নিজের গাড়িতেই গাজীপুরের কেপিজে হাসপাতালে যান তিনি। সেখান থেকে আবার মাঠে ফিরলেও দ্বিতীয় দফায় মারাত্মক হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে হাসপাতালে ফেরত নেওয়া হয়।
ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর চিকিৎসকরা তাকে ২২ মিনিট সিপিআর ও ৩টি ডিসি শক দেন, যার ফলে তামিম ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন। এরপর তার এনজিওগ্রাম করা হয় এবং ব্লক হয়ে যাওয়া ধমনিতে স্টেন্ট বসানো হয়।
দুই দিন কেপিজে হাসপাতালে থাকার পর বুধবার (২৬ মার্চ) এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) তার সর্বশেষ অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার জানান, ইকো পরীক্ষায় হার্টের মুভমেন্ট কিছুটা কম দেখা গেছে, তবে পরিস্থিতি স্থিতিশীল। তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ক্রিকেটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৪ মাস পর কার্ডিয়াক বোর্ডের পর্যালোচনা লাগবে।
তামিমের শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করতে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তিনি এখন অনেকটাই ভালো আছেন। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন এবং স্বজনদের সঙ্গে কথা বলছেন। আজ সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে এবং ২-১ দিনের মধ্যে তিনি বাসায় ফিরে যেতে পারবেন।
এভারকেয়ার হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, তামিমের পাশে থাকা ফিজিওদের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণেই তিনি এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণেই চিকিৎসকরা সময়মতো জীবন রক্ষাকারী ব্যবস্থা নিতে পেরেছেন।
তামিমের দ্রুত সুস্থতা কামনায় তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন সবার অপেক্ষা, চার মাস পর চিকিৎসকদের সিদ্ধান্তে জানা যাবে তিনি আবার ক্রিকেট মাঠে ফিরতে পারবেন কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।