বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। তিনি ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির ছেলে।
বলিউডের এই জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান নব্বইয়ের দশকে রাস্তায় মেজাজ হারিয়ে এক যুবককে কামড় দেন। ওই যুবকও তাকে কামড় দেয়। যে কারণে তাকে হাসপাতালে যেতে হয়। এমনটি জানিয়েছেন সাইফ আলি খানের ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা কামাল সাদানাহ।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাত্কারে সেই ঘটনা তুলে ধরে কামাল জানান, আমরা (সাইফ আলি, অমৃতা সিং এবং আমি) কোথাও থেকে ফিরছিলাম, খুব সম্ভবত সাইফ গাড়ি চালাচ্ছিল। এরপর পিছন থেকে একটা গাড়ি হঠাৎ করেই আমাদের গাড়িকে টপকে সামনে চলে যায়। তখন মেজাজ হারিয়ে ওই গাড়ির লোকের সঙ্গে ঝগড়া শুরু করে দেন সাইফ আলি। আমি আর অমৃতা সিং গাড়িতে বসে তাদের ঝগড়া দেখছিলাম।
কমল জানিয়েছেন, এরপর হাস্যকর একটি ঘটনা ঘটে। তারা দুজনেই ঝগড়া করতে গিয়ে মেজাজ হারিয়ে একে অপরকে কামড় বসিয়ে দেন। ঝগড়া শেষে দুজনেই নিজেদের পাগলামির জন্য হেসে দেন। এরপর সাইফ আলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত জানুয়ারিতে দোবারা ছবির শুটিং চলাকালীন সময়ে চোট পান সাইফ। যে কারণে তাকে হাসপাতালে যেতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।