জুম-বাংলা ডেস্ক : বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত কুদ্দুস খান (৫৫) নামে এক ব্যক্তি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। যে সাপটি তাকে কামড়ে দেয় সেটা সঙ্গে নিয়েই হাসপাতালে আসেন তিনি। পরে ডাক্তার সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে কুদ্দুসকে অ্যান্টি ভেনম দিয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় সাপটি ওই ব্যক্তিকে কামড় দেয়।
সাপের কামড়ে আহত কুদ্দুস বলেন, তিনি বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলেন। এসময় তার বাঁ পায়ে সাপে কামড় দেয়।
তিনি বলেন, ‘আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এছাড়া পাশে থাকা পটল খেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফেরি। এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টি ভেনম নেই বলে জানায়। পরে রাত সাড়ে তিনটার দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি হই। রাত চারটার দিকে আমাকে অ্যান্টি ভেনম দেওয়া হয়।’
https://inews.zoombangla.com/tigerder-sudu-hotashar-golpo/কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে এলেন কুদ্দুস
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডাক্তার সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে অ্যান্টি ভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.