সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বিকালে হজ পালন শেষে দেশে ফিরলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কামরুল হক সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে দেশে ফিরেন। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে বলে তথ্য উঠে আসে। এরপরই তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।
https://inews.zoombangla.com/bangladesh-o-nepaler-bondutto-govir-korte-dsah/
কামরুল হকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।