কানে অভিষেকে চমকে দিলেন অদিতি

অদিতি রাও হায়দারি

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে এ বছর প্রথমবারের মতো হাজির হয়েছেন অদিতি রাও হায়দারি। বিশ্বের জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র উৎসবের জন্য তিনি বেছেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর শাড়ি। শুক্রবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের আসরে যোগ দেন অদিতি।

অদিতি রাও হায়দারি

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অদিতি লিখেছেন, ‌‌‘দাদি দেখলে গর্বিত বোধ করতেন। সারল্য ও ঐতিহ্যের মিশেল আমার খুব পছন্দের।’ কানে আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ির সঙ্গে অদিতি পরেছেন পান্না ও হীরের গয়না।

উল্লেখ্য, হিন্দির পাশাপাশি তেলেগু, তামিল, মালায়লাম ভাষার ছবিতে কাজ করেছেন অদিতি। তাকে সর্বশেষ দেখা গেছে ‘হেই সিনামিকা’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অদিতির ‘গান্ধী টকস’ ও ‘জুবিলি’।

কানের লাল গালিচায় হাঁটার আগেই সর্বনাশ হলো পূজার