কানের সবচেয়ে বড় ট্রফি পেলেন দীপিকা!

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : কান-এ গিয়েও খুনসুটির শেষ নেই রণবীর-দীপিকার। স্ত্রীকে সারাদিনই উপহার দিয়েই চলেন ‘বাজিরাও’, তবে কোনটা দিয়ে মন পেলেন এ বার?

দীপিকা পাড়ুকোন

কান-এর সাজরুমে হালকা মেজাজেই বসেছিলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎ হাজির স্বামী রণবীর সিংহ! এসে সটান স্ত্রীর কোলে বসে পড়লেন। আদর করে দীপিকা বললেন, “এই যে আমার কত্ত বড় ট্রফি!” বৃহস্পতি বার বিকেলে ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন দীপিকা। ভাগ করে নিয়েছেন দাম্পত্যের মিষ্টি-মধুর কিছু মুহূর্ত।

ভিডিও প্রকাশের ৪৮ ঘণ্টা আগেই একটি চমকপ্রদ উপহার পেয়েছেন দীপিকা। গাড়ি থেকে নামছিলেন তখন। রণবীর এসে হাতে গুঁজে দিলেন একটি খেলনা হাঁস। ট্যাগ খুলে কানের কাছে ধরতেই সেটি প্যাঁক প্যাঁক ডেকে উঠল! এমন উপহার পেয়ে হেসেই অস্থির দীপিকা। খুনসুটিতে যেন স্থান-কাল মানেন না ওঁরা।

দিনের মধ্যে কত বার যে স্ত্রীকে উপহার দেন রণবীর, তার অবশ্য হিসাব নেই। ভিডিওতে দেখা যায়, বুধবার সকালে দীপিকাকে একটি বড় চকোলেট উপহার দিয়েছিলেন ‘এইটি থ্রি’-র অভিনেতা।

দীপিকা সেটি হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ”এটা ঠিক দিনের সেরা বলা যায় না, এটা মাসের সেরা, বছরের সেরা, যুগের সেরা।” এতটাই খুশি হয়েছেন ‘মস্তানি’। সেই শুনে কৃতজ্ঞতা প্রকাশ করেন রণবীরও। স্ত্রীর দিকে হাত ছড়িয়ে ইঙ্গিত করেন, সবই যে তোমার জন্য।