আবারো স্ত্রীর নামে কাঞ্চনের মামলা

কাঞ্চন-পিঙ্কি

বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে তাদের। কাঞ্চন সচরাচর আদালতে যান না। আজও যাননি। কাঞ্চনের উকিল তার হয়ে সব কথা বলেছেন। কিন্তু ছেলেকে দেখতে পান না অনেকদিন। তাই বাবা হিসেবে কর্তব্যপালনে অবশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন কাঞ্চন।

বিচ্ছেদের মামলাতো অনেকদিন ধরেই চলছে। এবার নতুন সমস্যা শুরু হলো ছেলের সঙ্গে দেখা করা নিয়ে। ফের আদালতে কাঞ্চন মল্লিক-পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নিয়ম অবমাননার মামলা করেছেন তিনি। জানিয়েছেন, স্ত্রী পিঙ্কি নাকি তাকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। বিচ্ছেদের মামলার পাশাপাশি ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন, যার শুনানি ২৮ জুন।
কাঞ্চন-পিঙ্কি
কিন্তু এ বিষয়ে দিমত পোষণ করে পিঙ্কি বলেন, ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টা একেবারেই তেমন নয়। সবাই যাতে শান্তিতে থাকে, সেই লক্ষ্যেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তার কথায়, ছেলে আমার কাছেই থাকে। লেখাপড়াতেও খুব ভালো। ছবি, ধারাবাহিকের কাজ করেও আমি ছেলেকে সময় দিই। নিজেই পড়াই।

কৃষ্ণকলি-খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। এর রেশ ধরেই আলাদা হয়ে যান কাঞ্চন পিঙ্কি। গত বছর কাঞ্চনের প্রেম থেকে বিবাহ বিচ্ছেদ সবকিছুই ছিল মিডিয়াপাড়ার আলোচনার বিষয়।

সূত্র: আনন্দবাজার

বিয়ে করলেন পড়শী, পাত্র জনপ্রিয় অভিনেতা ফারহান!